#সিডনি: সিডনিতে ইতিহাস গড়লেন কিদাম্বি শ্রীকান্ত। চিনা প্রতিদ্বন্দ্বী অলিম্পিক চ্যাম্পিয়ন চেন লংকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্তের।
প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড গড়লেন ২৪ বছরের এই শাটলার ৷ প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয় করলেন কিদাম্বি শ্রীকান্ত। ম্যাচের ফল ২২-২০, ২১-১৬। চিনের চেন লংকে হারিয়ে কেরিয়ারের চতুর্থ সুপার সিরিজ ট্রফি জিতে নিলেন গুন্টুর নিবাসী এই তরুণ ৷
এই মুহূর্তে বিশ্বের ১১ নম্বরে কিদাম্বি শ্রীকান্ত ৷ আগামী সপ্তাহে নতুন র্যাঙ্কিংয়ে ঢুকে পড়তে পারেন বিশ্বের সেরা দশের তালিকায় ৷ শ্রীকান্তের এই জয়ে তাঁকে অভিন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্র শেওয়াগ সহ প্রমুখ ৷
BAI-এর তরফ থেকে কিদাম্বি শ্রীকান্তকে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা কর হয়েছে ৷
Congratulations @srikidambi for your great win and performance at #AustralianOpen badminton
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2017
Congratulations @srikidambi on beating reigning Olympic & World Champion Chen Long & winning a 4th Superseries title. Take a bow, Srikanth ! pic.twitter.com/qNP2e9PXIv — Virender Sehwag (@virendersehwag) June 25, 2017
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Australian open super series, Badminton, Chen Long, Kidambi srikanth