#নয়াদিল্লি: গত মাসে অস্ট্রেলিয়ার মাঠে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় আজ রূপকথার চলমান গল্প৷ অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করেও জেতার নজির গড়েছে টিম ইন্ডিয়া৷ প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে দলের তরুণ ব্রিগেড৷ আর এটাই গোট দেশের আগামীর পথচলার অনুপ্রেরণা৷ এমন কথা আগেই শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে, উঠে এসেছে বাজেটের আগে অর্থনৈতিক সমীক্ষাতেও৷ সোমবার সংসদে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট (Union budget 2021) পেশ করার সময়ও ভারতীয় দলের অজি জয়ের কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)৷ তিনি বলেছিলেন, "টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ায় শানদার সাফল্য ভারতীয়দের অন্তঃকরণ থেকে শক্তির বিষয়টি বুঝিয়ে দেয়৷"
এদিন বাজেট পেশের পর সীতারমনের সঙ্গে প্রথম টেলিভিশন চ্যানেল হিসাবে একমাত্র কথা বলল CNN-News18৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলেন এডিটির-ইন-চিফ রাহুল যোশি৷ নির্মলা সীতারমন বললেন কেন তিনি ভারতীয় দলের তুলনা টেনেছিলেন৷ তিনি বলছেন, "একজন উদ্যেগপতি, একজন পরিযায়ী শ্রমিক কিংবা কোনও ব্যবসায়ী৷ যে নিজের ব্যবসা চালিয়ে পরিবারের যত্ন নিতে চায়, আমার কাজ হচ্ছে তাঁদের সাহায্য করা, তাঁদের কঠোর পরিশ্রমের ওপর নির্ভর করেই অর্থনীতি গড়ে ওঠে৷ আমি একবারও ভাবিনি যে, আমি দিল্লির নর্থ ব্লকে বসে এটা করছি৷ এই নিয়ে কোনও যেন বিভ্রান্তি না থাকে৷ ভারতীয় উদ্যেগপতিদের স্পৃহা বাড়ছে প্রতিনিয়ত৷ এই জন্যই আমি সংসদে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া জয়ের উদাহরণ দিয়েছিলাম৷ ভারত এমন জায়গায় পারফর্ম করে দেখিয়েছে, যা কেউ আশা করেনি৷ চিরাচরিত অস্ট্রেলিয়ার স্লেজিং চলছে একদিকে, অন্যদিকে ভারতের পারফরম্যান্স৷ এটাই ভারত৷ তরুণরা সামান্য সাহায্য পেয়েই বাকিটা নিজেরা করে ফেলবে৷"এদিন সংসদে নির্মলা সীতারমন বলেছিলেন, " অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার সাম্প্রতিক দর্শনীয় সাফল্যের পরে আমরা যে আনন্দ পেয়েছি তা ক্রিকেটপ্রেমী জাতি হিসাবে আলাদাই অনুভূতির। এটি আমাদের সমস্ত গুণাবলীর কথা মনে করিয়ে দিয়েছে যা আমরা বিশেষত আমাদের যুবসমাজের প্রতিফলিত করে,প্রচুর প্রতিশ্রুতি এবং চাপা তৃষ্ণার মধ্যে পারফরম্যান্স করে সফলতা পেয়েছে ভারতীয় দল৷" এই কথা শোনার পরেই হাততালিতে ফেটে পড়ে সংসদ কক্ষ৷