কলকাতা: কোনও পাড়ার ক্রিকেট নয়, আন্তর্জাতিক টি-২০! সেখানে কি না এমন কাণ্ড!
একটা গোটা দল অলআউট হয়ে গেল মাত্র ১০ রানে! টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন রেকর্ড আর নেই। স্পেনের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েছে আইল অব ম্যান।
টি-টোয়েন্টির ইতিহাসে এতদিন পর্যন্ত সব থেকে কম রানের রেকর্ড ছিল সিডনি থান্ডারের। গত বছর বিগ ব্যাশে তারা মাত্র ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে। এবার সেই রেকর্ড ভেঙে দিল আইল অব ম্যান।
আরও পড়ুন- বুমরাহর আইপিএল খেলাও অনিশ্চিত! বিশ্বকাপের আগে নাও ফিরতে পারেন
মাত্র ১০ রান করার জন্য ৮.৪ ওভার খেলেছে তারা। স্পেনের মহম্মদ কামরান চারটি উইকেট নিয়েছেন। চার ওভার বোলিং করে তিনি মাত্র ৪ রান দিয়েছেন।
স্পেনের আরেক বোলার আতিফ মেহমুদও চার রান দিয়ে চার উইকেট দিয়েছেন। লর্ন বার্নস পেয়েছেন দুটি উইকেট। স্পেন মাত্র দুটি বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
আরও পড়ুন- ষষ্ঠবার মেয়েদের টি-২০ বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার, চোকার্স তকমা ঘুচল না দঃ আফ্রিকার
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝামাঝি জায়গায় অবস্থিত আইল অব ম্যান। তারা আইসিসির মান্যতা পায় ২০০৪ সালে। তারা আইসিসির সদস্যপদ পায় ২০১৭ সালে। আইল অব ম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে খেলে। তবে এখনও পর্যন্ত তারা কোয়ালিফাই করতে পারেনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: T20