দক্ষিণ আফ্রিকা: ২৯/২ (৭.৩ ওভার)
ম্যাচ পরিত্যক্ত
#সাউদাম্পটন: রোজ বোলে সোমবার খেলা হল মাত্র ৭.৩ ওভার ৷ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হাশিম আমলা (৬) এবং মারক্রাম (৫)-এর উইকেট হারিয়ে ভালমতোই অস্বস্তিতে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা ৷ এরপরই বৃষ্টি নামে ৷ শেষপর্যন্ত আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি ৷ স্থানীয় সময় বিকেল ৪ টে ২৫ মিনিট নাগাদ পিচ এবং মাঠ পরীক্ষার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার পল উইলসন এবং রড টাকার ৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন দুটি উইকেটই নেন শেল্ডন কটরেল ৷
It's bad news from the Hampshire Bowl as today's match has now been abandoned
South Africa and West Indies will pick up a point apiece. pic.twitter.com/FDoGt4zf5U
— Cricket World Cup (@cricketworldcup) June 10, 2019