#কলকাতা: সিএবি বার্ষিক সাধারণ সভার আগেই বড় খবর এই মুহূর্তে সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দিন কয়েক আগেই বিসিসিআই থেকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হয়েছে মহারাজকে৷ সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে নিজেদের টার্ম শেষ হলেও সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ বোর্ডে নিজের নিজের পদে থাকতে পারেন৷
কিন্তু এরপরেও হঠাৎ করে বোর্ডে বড় পাল্টি হয় এবং জয় শাহকে পদে রাখলেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ এরপরেই দাদা কী করবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়৷ সিএবি-তে ফের কী প্রশাসনিক দায়িত্ব ফিরবেন এই নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়৷
সিএবি-র নতুন প্রশাসনিক প্যানেল এরকম হতে পারে- প্রেসিডেন্ট সৌরভের দাদা স্নেহাশিস , সম্ভাব্য সচিব নরেশ ওঝা, দেবব্রত দাস যুগ্ম সচিব পদে থাকবেন, প্রবীর চক্রবর্তী কোষাধক্ষ্য, ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু বিশ্বাস৷
Eron Roy Burmanনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAB, Sourav Ganguly