হোম /খবর /খেলা /
সিএবিতে প্রেসিডেন্ট হচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়

সিএবিতে প্রেসিডেন্ট হচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly will not next president in CAB

Sourav Ganguly will not next president in CAB

নাটকীয় পট পরিবর্তন৷  সিএবি প্রেসিডেন্ট পদে সৌরভ নয়, তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম মনোনীত হতে চলেছে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সিএবি বার্ষিক সাধারণ সভার আগেই বড় খবর এই মুহূর্তে সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়৷  দিন কয়েক আগেই বিসিসিআই থেকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হয়েছে মহারাজকে৷ সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে নিজেদের টার্ম শেষ হলেও সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ বোর্ডে নিজের নিজের পদে থাকতে পারেন৷

কিন্তু এরপরেও হঠাৎ করে বোর্ডে বড় পাল্টি হয় এবং জয় শাহকে পদে রাখলেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ এরপরেই দাদা কী করবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়৷ সিএবি-তে ফের কী প্রশাসনিক দায়িত্ব ফিরবেন এই নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়৷

আরও পড়ুন -  Surya Grahan: দীপাবলীতে সূর্যগ্রহণ, দেব দীপাবলীতে চন্দ্রগ্রহণের ছায়া! একাধিক রাশির জন্য দারুণ খারাপ সময়

এদিকে সিএবি নির্বাচনে প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও জোর খবর হয়৷ কিন্তু হঠাৎই ফের নাটকীয় পট পরিবর্তন৷  সিএবি প্রেসিডেন্ট পদে সৌরভ নয়, তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম মনোনীত হতে চলেছে৷

সিএবি-র নতুন প্রশাসনিক প্যানেল এরকম হতে পারে- প্রেসিডেন্ট সৌরভের দাদা স্নেহাশিস , সম্ভাব্য সচিব নরেশ ওঝা, দেবব্রত দাস যুগ্ম সচিব পদে থাকবেন, প্রবীর চক্রবর্তী কোষাধক্ষ্য,  ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু বিশ্বাস৷

Eron Roy Burman
Published by:Debalina Datta
First published:

Tags: CAB, Sourav Ganguly