corona virus btn
corona virus btn
Loading

আমফানের তাণ্ডব, ভেঙে পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির আম গাছ !

আমফানের তাণ্ডব, ভেঙে পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির আম গাছ !

ঝড়ের দাপটে ভেঙে পড়েছে দাদার বাড়ির আম গাছ ৷

  • Share this:

#কলকাতা: এরকম ঝড়ের তাণ্ডব হয়তো কলকাতাবাসী আগে দেখেনি ৷ উত্তর থেকে দক্ষিণ কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা জুড়ে গতকাল সন্ধে থেকে যে রূপ নিয়ে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর আমফান ৷ তা বার বার চোখের সামনে আসলেই হতবাক হতে হচ্ছে ৷ একে করোনার প্রকোপ, তার ওপর আমফানের মতো ঝড়ের তাণ্ডব ! কোথায় যাবে মানুষ ৷

আমফান ঝড়ের তাণ্ডব থেকে বাদ পড়েনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িও ৷ ঝড়ের দাপটে ভেঙে পড়েছে দাদার বাড়ির আম গাছ ৷ সেই আম গাছের ডালকেই বারান্দা দিয়ে পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে দাদা করলেন দাদাগিরি ৷

সেই ছবি ট্যুইট করে সৌরভ লিখলেন, ‘ভেঙে পড়া আমগাছকে ফের সঠিক জায়গায় নিয়ে আসলাম ৷ দারুণ শক্তির পরিচয় ৷ ’

দেখুন সৌরভের ট্যুইট---

Published by: Akash Misra
First published: May 21, 2020, 10:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर