কলকাতা: সিদ্ধান্ত আগেই হয়েছিল। কলকাতাতে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি করবে সিএবি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে কথা বলে জায়গা চূড়ান্ত। রাজারহাটে সরকারের থেকে ইতিমধ্যেই জায়গা কিনেছে সিএবি। এবার সেই নয়া স্টেডিয়ামের অগ্রগতি নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবির কোনও পদে না থাকলেও প্রাক্তন ভারত অধিনায়ক স্টেডিয়াম তৈরির বিষয় প্রতি মুহূর্তে বঙ্গ ক্রিকেট কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, "ঐতিহ্য বজায় রেখেই তৈরি হবে নতুন স্টেডিয়াম"। সোমবার মধ্য কলকাতার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন স্টেডিয়াম তৈরি নিয়ে মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছর অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটের দ্বিতীয় স্টেডিয়াম তৈরির কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর ইতিমধ্যেই রাজারহাটে জমি কিনেছে সিএবি। আগে হাওড়ার ডুমুরজলায় স্টেডিয়াম করার ভাবনা থাকলেও তা থেকে সরে এসেছে সিএবি।
বহরে কত বড় হবে নতুন স্টেডিয়াম? সৌরভ তারও ইঙ্গিত দিলেন। সৌরভ বলেন,"ইডেনের মত আকারে অত বড় হবে না, নয়া স্টেডিয়াম। ২৫-৩০ হাজার দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়াম। টেস্ট এবং রঞ্জি খেলা হবে। আন্তর্জাতিক মানের কম দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়াম হবে এটি। দুটি বড় স্টেডিয়াম একসঙ্গে রক্ষণাবেক্ষণ করা ব্যয় সাপেক্ষ। তাই মূল স্টেডিয়াম হিসেবে ইডেন থাকবে। এই নতুন স্টেডিয়ামটি ব্যাকআপ হিসেবে তৈরি থাকবে।" এছাড়াও সৌরভ বলেছেন,"দুটো স্টেডিয়াম রক্ষনাবেক্ষন করার খরচ সংশ্লিষ্ট রাজ্য নিয়ামক সংস্থার থাকতে হবে। সেই রাজ্যে আইপিএলের দল না থাকলে খরচ সামলানো কঠিন বলে মনে করেন।"
সোমবারের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাওয়া গেল নস্টালজিক মুডে। তার কথায় উঠে এল শুরুর দিনের কথা। সেই সময়ের ময়দানের সাদাকালো ছবি। যেখানে আবেগ বেশি করে কাজ করত। শোনালেন দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যার সঙ্গে প্র্যাকটিসে যাওয়ার কথা। অনুশীলনে যোগদানের নেপথ্যে কারণ যে পড়াশোনার জন্য মায়ের বকুনি এড়ানো ছিল সেই কথাও জানান সৌরভ।
আরও পড়ুনঃ Lionel Messi: কবে বার্সেলোনাতে ফিরছেন তিনি, জানিয়ে দিলেন লিওনেল মেসি
বাংলার ক্রিকেটে রঞ্জি ট্রফি না আসার কারণও নিয়েও মুখ খুলেছেন সৌরভ। তবে তা নিয়ে খুব বেশি চিন্তিত নন সৌরভ। কারন নিজের ক্রিকেট জীবনেও একাধিক রঞ্জি ফাইনাল খেলেছেন। নিজের আর্ন্তজাতিক ক্রিকেট কেরিয়ারেও ফাইনাল জিততে না পারার কাহিনী রয়েছে। সৌরভ মজার ছলে বলেন,“সৌরভ গাঙ্গুলির রোগে বোধহয় বাংলা দল ভুগছে। তবে এই আটকে যাওয়া এক দিন শেষ হবে। বাংলা চ্যাম্পিয়ন হবে।” মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে সৌরভের এই বিশ্বাস নিঃসন্দেহে মনোজদের উৎসাহিত করবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eden Gardens, Kolkata, Sourav Ganguly