কলকাতা: সেলেব্রিটি ফুটবল টুর্নামেন্টে তাঁকে দেখা যায়। শুধু দেখা যায় বললে অবশ্য ভুল বলা হবে। বেশ দাপুটে ফুটবলার হিসেবেই দেখা যায়। রণবীর কাপুর নিজেও বলেছেন, স্কুল-কলেজে পড়ার সময় তিনি চুটিয়ে ফুটবল খেলেছেন। এমনকী ফুটবলই তাঁর প্রথম পছন্দ।
ফুটবলপ্রেমী রণবীর যে ক্রিকেটটাও ভাল খেলেন, তা কলকাতায় এসে বুঝিয়ে দিয়ে গিলেন। যে ফ্রেম এদিন কলকাতা দেখল, তা অবাক হয়ে দেখার মতোই। সৌরভ গঙ্গোপাধ্যায় বল করছেন, রণবীর সিংয়ের হাতে ব্যাট। আর দাদার বলে আবার রণবীরকে ছক্কা হাঁকাতেও দেখা গেল ইডেনে।
আরও পড়ুন- "লর্ডসে জার্সি ওড়ানোই সেরা মুহূর্ত", ইডেনে সৌরভকে নিয়ে নস্টালজিক রণবীর
‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার প্রোমোশনে কলকাতায় এসেছিলেন রণবীর কাপুর। এই ছবির প্রযোজনা সংস্থা লভ ফিল্মস। একই প্রযোজনা সংস্থা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি করবে বলেও জানা যায়। ফলে ব্যাপারটা বেশ দুইয়ে দুইয়ে চারের মতো সহজ হিসেব। কিন্তু ব্যাপারটা আদতে এতটাও সহজ রইল না।
কলকাতায় এসে রণবীর যেমন সৌরভের বায়োপিক নিয়ে গুগলি দিলেন, দাদাও তেমনই এমন শট খেললেন যা বোঝা মুশকিল। দাদা স্রেফ বললেন, রণবীরকে আমার পছন্দ। ব্যস ওইটুকুই। এর থেকে বেশি বায়োপিক নিয়ে একটি শব্দও খরচ করলেন না দাদা।
রণবীর অবশ্য বলে গেলেন, দাদা আন্তর্জাতিক স্তরের চরিত্র। ফলে দাদার চরিত্রে অভিনয় করতে পারলে তাঁর গর্ব বোধ হবে। তবে এখনও এই সিনেমায় অভিনয়ের কোনও অফার তিনি পাননি।
আরও পড়ুন- ক্রিকেটের রাজকুমারের প্রেমে পড়েছিলেন মাধুরী দীক্ষিত! সেই প্রেমকাহিনী এখনও রহস্য
দুপক্ষই চাইছে, চুপিচুপি কাজ এগিয়ে ফেলতে। শেষবেলা পর্যন্ত যেন কেউ টের না পায়। তাতে চমক থাকবে বেশি। সিনেমায় যত চমক, ততই তো দর্শকদের মজা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ranbir Kapoor, Sourav Ganguly