#মেলবোর্ন: পয়লা জুন থেকে শুরু হতে চলেছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ ইংল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সর্বকালের সেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ যেখানে আশ্চর্যজনকভাবে বাদ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ কিন্তু দলের অধিনায়কের নাম শুনলে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির জন্য তা অত্যন্ত গর্বের খবর ৷ কারণ সেই ক্রিকেটারটি হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বকালের সেরা একাদশ বাছাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সমস্ত ক্রিকেটারদের পারফরম্যান্সকে বিচার করেই এই দল তৈরি করা হয়েছে ৷ সেখানে জায়গা হয়নি সচিন তেন্ডুলকরের ৷ সৌরভকে নেতা বাছাই করার পাশাপাশি উইকেটকিপার হিসেবে রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সৌরভ-দ্রাবিড় বাদে দলে কোনও ভারতীয় ক্রিকেটার সুযোগ পাননি ৷
ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা সর্বকালের সেরা চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশের মধ্যে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁরা হলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ( অধিনায়ক), রাহুল দ্রাবিড় (উইকেটকিপার), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), ড্যামিয়েন মার্টিন (অস্ট্রেলিয়া), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), ড্যানিয়েল ভেত্তোরি (নিউজিল্যান্ড), কাইল মিলস (নিউজিল্যান্ড), মুথাইয়া মুরলীধরন (শ্রীলঙ্কা) ও গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড বেশ ভালই ৷ ১৩ ম্যাচে ৭৩.৮৮ গড়ে ৬৬৫ রান করেছেন তিনি । সেঞ্চুরি তিনটি। স্ট্রাইক রেট ৮৩.১২। সর্বোচ্চ অপরাজিত ১৪১। যার মধ্যে ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল আর ফাইনালে সেঞ্চুরি রয়েছে। আর দ্রাবিড়ের রয়েছে ১৯ ম্যাচে ৬২৭ রান। গড় ৪৮.২৩।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Champions Trophy, Cricket Australia, Greatest XI, ICC Champions Trophy 2017, Sachin Tendulkar, Sourav Ganguly, ক্রিকেট অস্ট্রেলিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়