চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বকালের সেরা একাদশের অধিনায়ক সৌরভ, দলে নেই সচিন !

সর্বকালের সেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া

  • Last Updated :
  • Share this:

    #মেলবোর্ন: পয়লা জুন থেকে শুরু হতে চলেছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ ইংল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সর্বকালের সেরা চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ যেখানে আশ্চর্যজনকভাবে বাদ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ কিন্তু দলের অধিনায়কের নাম শুনলে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির জন্য তা অত্যন্ত গর্বের খবর ৷ কারণ সেই ক্রিকেটারটি হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

    চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বকালের সেরা একাদশ বাছাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সমস্ত ক্রিকেটারদের পারফরম্যান্সকে বিচার করেই এই দল তৈরি করা হয়েছে ৷ সেখানে জায়গা হয়নি সচিন তেন্ডুলকরের ৷ সৌরভকে নেতা বাছাই করার পাশাপাশি উইকেটকিপার হিসেবে রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া  ৷ সৌরভ-দ্রাবিড় বাদে দলে কোনও ভারতীয় ক্রিকেটার সুযোগ পাননি ৷

    ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই করা সর্বকালের সেরা চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশের মধ্যে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁরা হলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ( অধিনায়ক), রাহুল দ্রাবিড় (উইকেটকিপার), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), ড্যামিয়েন মার্টিন (অস্ট্রেলিয়া), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), ড্যানিয়েল ভেত্তোরি (নিউজিল্যান্ড), কাইল মিলস (নিউজিল্যান্ড), মুথাইয়া মুরলীধরন (শ্রীলঙ্কা) ও গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড বেশ ভালই ৷ ১৩ ম্যাচে ৭৩.৮৮ গড়ে ৬৬৫ রান করেছেন তিনি । সেঞ্চুরি তিনটি। স্ট্রাইক রেট ৮৩.১২। সর্বোচ্চ অপরাজিত ১৪১। যার মধ্যে ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল আর ফাইনালে সেঞ্চুরি রয়েছে। আর দ্রাবিড়ের রয়েছে ১৯ ম্যাচে ৬২৭ রান। গড় ৪৮.২৩।

    First published:

    Tags: Champions Trophy, Cricket Australia, Greatest XI, ICC Champions Trophy 2017, Sachin Tendulkar, Sourav Ganguly, ক্রিকেট অস্ট্রেলিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়