#কলকাতা: আগামিকাল, সোমবার ইডেনের পিচে গোলাপি বলের পরীক্ষা। তার আগে উইকেট দেখে খুশি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে, রবিবার থেকে ইডেনে শুরু হল কাউন্টার টিকিট দেওয়ার প্রক্রিয়া।
ভারতের মাটিতে প্রথম দিনরাতের টেস্ট। আর রোজই চমক ইডেনে। এবার সামনে এল গোলাপি টেস্টের নতুন ম্যাসকট পিঙ্কু আর টিঙ্কু। তারাই ম্যাচের টিকিট তুলে দিল বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। ঝটিকা সফরে ইডেন ঘুরে গেলেন সৌরভ। ইঙ্গিত মতোই গোলাপি ইডেনে গ্রিনটপ। উইকেট দেখে খুশি মহারাজ। এদিকে, রবিবার ইডেনে পরীক্ষা হবে গোলাপি বলের।