‘#মুম্বই: অভিজ্ঞ উইকেটরক্ষক ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) হালে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly BCCI President) আশ্বাসের পর ভারতীয় ক্রিকেট দল টেস্ট দল থেকে বার করে দেওয়া নিয়ে অবাক হয়ে যান৷ এই সময়ে ঋদ্ধিমান সাহা না বুঝেও সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বা দাদা-র নাম নির্বাচন বিষয়ক সিদ্ধান্তে (Sourav Ganguly in Team Selection meeting )থাকেন ৷ যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল৷ কারণ নির্বাচন বিষয়ক মামলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপ ভারতীয় বোর্ডের সংবিধানের এক্তিয়ার বহির্ভূক্ত৷
বিসিসআই -র (BCCI President) সংবিধান অনুযায়ি, নির্বাচন সমিতির বৈঠকে একজন প্রেসিডেন্টের কোনও অধিকার নেই৷ বিসিসিআই সচিব জয় শাহ বৈঠকের সংযোজক হওয়ার কারণে বৈঠকে অংশ নিতেন৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly BCCI President) উপস্থিতি নির্বাচন কমিটির সদস্যদের ভয় দেখাতে হতে পারে৷ এমনটাই জল্পনা৷ অধ্যক্ষের হস্তক্ষেপ করার বিষয়ে তাঁকে বাধা দেওয়া হতে পারে৷ ইন্ডিয়ানএক্সপ্রেস সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্যকালের আগে ও বর্তমানে বিভিন্ন নির্বাচকদের সঙ্গে কথা বলেন৷ সকলেরই মত সৌরভ গঙ্গোপাধ্যায় সমস্ত নির্বাচন বৈঠকে অংশ নেন৷ বিসিসিআই এক সিনিয়র আধিকারিক জানান ২০১৯ সালের অক্টোবর মাসে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে প্রতিটা নির্বাচন কমিটির বৈঠকে (Sourav Ganguly in Team Selection meeting) যোগ দিতেন৷ দুই নির্বাচক সৌরভের এই যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুললেও সৌরভ গঙ্গোপাধ্যায় অনলাইনে বৈঠকে যোগ দিতেন৷ তাঁর পদ ও পরিস্থিতির কারণে কেউই আপত্তি করতে পারতেন না৷
আরও পড়ুন - Viral: মাঠেই স্ত্রী অনুষ্কাকে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি, মাঠেই বউয়ের গালে Kiss , ভাইরাল
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly BCCI President) , বিসিসিআই প্রধান নির্বাচন সমিতির সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন৷ বিরাট কোহলিকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া আর রোহিত শর্মাকে তিনটি ফর্ম্যাটেই অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্ত তাঁরই নেওয়া৷ বিসিসিআইয়ের একাধিক সূত্র জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৈঠকে থাকার খবর৷ তিনি বলেছেন, প্রাক্তন অধিনায়কের গুরুত্ব দেখতে (১১৩ টি টেস্ট, ৩১১ ওয়ানডে ) কম অভিজ্ঞ সিলেক্টররা চুপ থাকতেন৷ তাঁর উপস্থিতি নির্বাচকদের শক্তি কম করে দিত৷
আরও পড়ুন - IPL 2022: ম্যাচ, দল, ফুল স্কোয়াড, তারিখ, ভেন্যু, লাইভ স্ট্রিমিং সব তথ্য এক ক্লিকে
ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) বর্তমান চেয়ারম্যান চেতন শর্মা ২৫ টেস্ট, ৬৫ একদিনের ম্যাচ খেলেছেন৷ এর আগে এমএসকে প্রসাদ প্রধান চয়নকর্তা হিসেবে ৬ টি টেস্ট, ১৭ টি ওয়ানডে খেলতেন৷
বর্তমান সিলেকশন দল দেবাশিষ মোহান্তি, সুনীল জোশী এবং হরবিন্দর সিং মোট ৪৩ টেস্ট, ১৯৫ ওয়ান ডে খেলেছেন৷ এর আগের প্যানেলের মোট ম্যাচের সংখ্যা ছিল ৯ টি টেস্ট এবং ২৮ টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Indian Cricket Team, Sourav Ganguly