কলকাতা: সানরাইজার্স এবং গুজরাটের বিরুদ্ধে পরপর সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। তার কয়েক ঘণ্টা আগে মুম্বইয়ের ক্যামেরন গ্রিন অসাধারণ সেঞ্চুরি করেন। আর একদম শেষে বিরাট কোহলির স্বপ্ন ভেঙে দিয়ে দুরন্ত শতরান উপহার দেন শুভমন গিল। খেলা শেষ হওয়ার ১০ মিনিট পরেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সৌরভ। সেখানে মহারাজ লেখেন দুটি অর্ধে দুটি দুর্দান্ত শতরান দেখলাম। আমাদের দেশ অসাধারণ প্রতিভার জন্ম দিচ্ছে।
শুভমন গিল অসাধারণ। গ্রিন নজর কেড়েছে। কিন্তু কোথাও একবারের জন্য বিরাট কোহলির নাম উল্লেখ করেননি সৌরভ। এখান থেকেই পরিষ্কার সৌরভ এবং বিরাটের সম্পর্ক এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। প্রথমবার সাক্ষাৎকারে হাত মেলাননি দুজনে। সেই নিয়ে কম জল ঘোলা হয়নি। যদিও দ্বিতীয় সাক্ষাৎকারে বেঙ্গালুরুর মাঠে বিরাট কোহলির সঙ্গে খেলার শেষে সৌরভকে হাত মেলাতে দেখা গিয়েছিল।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় সৌরভের বিরাট কোহলিকে এড়িয়ে যাওয়া আবার প্রশ্ন তুলে দিল। অনেক ক্রিকেট ভক্তরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন সৌরভের এটা উচিত হয়নি। তিনি জেনে শুনেই কোহলির কথা উল্লেখ করেননি। কেউ বললেন দাদা আপনার মনটা ছোট। কেউ আবার সৌরভের পক্ষেও মত দিয়েছেন। সব মিলিয়ে বিভিন্ন রিঅ্যাকশন পাওয়া যাচ্ছে।
Not taking the name of King Kholi 👑 and his century,
Shows how hateful you are, can’t even take a person’s name.You may have removed your shirt and been nude in England,
But V Kholi has more than you for Indian 🇮🇳 cricket or any other player in history.
Dada let me…
— Sundar D’silva (@sundardisilva) May 21, 2023
আসলে এই আগুন এত সহজে নেভার নয়। অতীতের সবসময় বিরাটের প্রশংসা করতেন সৌরভ। কিন্তু ঝামেলার অধিনায়কত্ব ছাড়া নিয়ে। সেখানে মিডিয়ার সামনে বিরাট বয়ান দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন সৌরভ মিথ্যেবাদী। যদিও তৎকালীন নির্বাচক প্রধান চেতন শর্মা সৌরভের পক্ষ নেন এবং পরিষ্কার করে দেন সবার সামনেই বিরাট কোহলিকে নিজেদের কথা বলেছিল বোর্ড।
তিনি জানিয়েছিলেন এই আলোচনা চলার সময় সৌরভ একা সিদ্ধান্ত নেননি। আরো চারজন ছিলেন। বিরাট নয় শুনতে পাননি আর নয়তো ইচ্ছে করে নাটক করছেন। এই ঝামেলা তারপর থেকে আজ পর্যন্ত মেটেনি সেটা পরিষ্কার হয়ে গেল আবার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shubhman Gill, Sourav Ganguly, Virat Kohli