#কলকাতা: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC WTC Final) ভারত-নিউজিল্যান্ড৷ এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে৷ ১৮ জুন থেকে ২২ জুনের মধ্যে কোনও একটা দিন এই এই ফাইনাল টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে৷
এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি৷ জানা গিয়েছিল যে, ক্রিকেটর মক্কা লডর্সেই হবে ঐতিহাসিক ফাইনাল৷ কিন্তু লর্ডসথেকে ম্যাচ সরে গিয়েছে৷ খেলা হবে সাউদ্যাম্পটনের (Southampton ) এজেস বোলে (The Ageas Bowl)৷ সোমবার এমনটাই জানালেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)
এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডে-কে সৌরভ বলেন, "সাউদ্যাম্পটনে খেলা হবে৷ এটা অনেক আগেই ঠিক হয়ে গিয়েছে৷ কোভিডের জন্যই এই সিদ্ধান্ত৷ সাউদ্যাম্পটনে একদম মাঠের কাছেই হোটেল৷ করোনার ধাক্কা সামলে ইংল্যান্ডে খেলা শুরু হয়ে এই সাউদ্যাম্পটনেই৷ কারণটা হোটেল একদম স্টেডিয়ামের কাছাকাছি বলে৷"
বুকে স্টেইন্ট বসার পর থেকে সৌরভ ডাক্তারদের পরামর্শ মেনে শহরের বাইরে পা রাখেননি এখনও৷ তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে চান তিনি৷ সৌরভ বলছেন, "আমি সাউদ্যাম্পটনে গিয়ে ভারত-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখার জন্য মুখিয়ে আছি৷"
সৌরভ আশাবাদী যে, নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনাল জিততে পারবে৷ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসার জন্য সৌরভ ভারতীয় দলকে সাধুবাদও দিয়েছেন৷ ঋষভ পন্থের কথা তিনি আলাদা করে বলেছেন আবারও৷