ঈরণ রায় বর্মন: আগামী ২৪ এবং ২৫ তারিখ ইডেনে আইপিএল প্লে অফ ম্যাচ। তার আগে বৃহস্পতিবার যাবতীয় ব্যবস্থাপনা ঘুরে দেখে গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
চলতি মাসের ২০ তারিখ থেকে ইডেনে অনুশীলন শুরু করে দেবে প্লে-অফে খেলার সুযোগ পাওয়া দলগুলি। ইডেনের সঙ্গে যাদবপুর ক্যাম্পাসেও হবে অনুশীলন। এছাড়াও ইডেনে বায়ো বাবেলের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিছু কর্পোরেট বক্স বায়ো বাবল-এর মধ্যে থাকবে। ক্রিকেটারদের পরিবার ও অফিসিয়ালদের জন্য গ্যালারি যে জায়গার কাজ চলছে তা প্লে অফের ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে সিএবি।
ইতিমধ্যেই অনলাইন-এ টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ৮০০ টাকা, হাজার টাকা, পনেরশো টাকা। তিন হাজার টাকার টিকিট রয়েছে হসপিটালিটি বক্সের টিকিটের দাম।
সময়ের আগেই সবকিছু সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।