• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • এশিয়া কাপ বাতিল, জানিয়ে দিলেন সৌরভ

এশিয়া কাপ বাতিল, জানিয়ে দিলেন সৌরভ

File Photo

File Photo

বুধবার ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে সৌরভ বলেন, 'সেপ্টেম্বরের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে'।

 • Share this:

  #কলকাতা: এমনটা যে ঘটতে চলেছে ৷ তার আভাস আগেই পাওয়া গিয়েছিল ৷ শেষপর্যন্ত বুধবার নিজের ৪৮ তম জন্মদিনের দিনই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, এশিয়া কাপ এ বছরের মতো বাতিল হয়ে গিয়েছে ৷ সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব নয় বলেই জানিয়েছেন সৌরভ ৷ বুধবার ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে সৌরভ বলেন, 'সেপ্টেম্বরের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে'।

  Video Courtesy: Sports Tak

  এশিয়া কাপ বাতিল হলেও এ বছরই আইপিএল আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় বোর্ড ৷ আইপিএল এ বছর ভারতের মাটিতে হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ৷ সংযুক্ত আরব আমিরশাহী, নিউজিল্যান্ডের মতো দেশগুলি আইপিএল আয়োজনের দৌড়ে রয়েছে ৷ বোর্ড কর্তাদের একাংশ অবশ্য আইপিএল এখনও ভারতেই করার পক্ষপাতি ৷ একান্ত তা না করা গেলে অন্য কোনও দেশে আয়োজিত হবে আইপিএল ২০২০ ৷ নিউজিল্যান্ডে করোনা পরিস্থিতি বিশ্বের বাকি দেশগুলির তুলনায় অনেকটাই ভাল ৷ তাই কিউইদের দেশে এ বছর ক্রিকেটের ক্রোড়পতি লিগ আয়োজনের সম্ভাবনা অনেকাংশেই বেশি বলে মত ওয়াকিবহল মহলের ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: