#ব্রিসবেন: একটা টেস্ট সিরিজ শেষের পর মুহূর্তের কোলাজ তৈরি হয়৷ সদ্যসমাপ্ত বর্ডার-গাভাস্কর ট্রফিও তার ব্যতিক্রম নয়৷ ভারত এদিন শুধু অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাক্ষীই থাকেনি, প্রতিপক্ষকে এমনটা একটা মুহূর্তের জন্ম দিয়েছে, যা কোটি কোটি ফ্যানেদের মন গলিয়ে দিয়েছে৷
মঙ্গলবার ম্যাচ শেষের পর টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে আচমকাই ডেকে নেন ন্যাথান লিয়ঁকে৷ অস্ট্রেলিয়ার এক নম্বর স্পিনার এদিন কেরিয়ারের শততম টেস্টটি খেললেন৷ এই উপলক্ষশ্যে ভারতীয় দলের সই করা একটা জার্সি তাঁকে উপহার দিলেন রাহানে৷
Cap @ajinkyarahane88 shows amazing gesture towards Nathan Lyon by presenting him a signed t-shirt on behalf of #TeamIndia for his 100th test.I'm sure the 🐐 gonna remember this series win as 'the real 🐐'.#INDvsAUS pic.twitter.com/1LxIFspExV
— ᴮᴱ Krittik⁷ (@5yrsWithBangtan) January 19, 2021
Excellent gesture from #AjinkyaRahane and the indian team to Felicitate Nathan Lyon on his 100th Test Match. One more example of Sportsman Spirt from Rahane ❤️
Awesome moment when #Lyon recieved it and Showed Thumbs up to Indian Team ❤️👍🏻🙏🏼#Leader #INDvAUS pic.twitter.com/mD2RbNbA0v— Sai._.Karthik (@NormiKid) January 19, 2021
@razi_haider rahane and team india has presented nathan lyon india jersy with all player sign.on his 100 th test
— SHUBMAN GILL FAN (@gil_shubman) January 19, 2021
"Disguise in blessings" moment for Nathan Lyon when @ajinkyarahane88 gave him signed t-shirt of all the Indian players (Remember the Names) for his 100th test. Not so nice memorabilia... 🤪#INDvAUS #INDvsAUS #AUSvsIND #AUSvINDtest @cricbuzz
— Ankit Dhasmana (@DhasmanaAshu) January 19, 2021
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসার পরেই, নেটাগরিকরা কুর্নিশ করেছেন ভারতের এই স্পোর্টিং স্পিরিটকে৷ সত্যি রাহানের টিম আরও একবার প্রমাণ করে দিল কেন ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়৷Despite of facing Sledging and racial abuse Rahane calls Nathan Lyon on to handover signed Indian jersey to him on the occasion of his 100th test.
This is showing a true Indian Nature. Though we are waiting for @tdpaine36 you to land india for your next game.— Yagnesh Patel 🇮🇳🚩 (@yagsi_p) January 19, 2021
ভারত তার সংস্কৃতির পরিচয় আন্তর্জাতিক মঞ্চে আরও একবার দেখিয়ে দিল৷ কে বলবে, এই সিরিজে ভারতীয় ক্রিকেটারদেরই বারবার জাতিবিদ্ধেষের শিকার হতে হয়েছে৷ এমনকী তাঁদেরকে করা হয়েছে গালিগালাজ!