#শিলিগুড়ি : ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে নয়া উদ্যোগ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের। আন্তর্জাতিক ক্রিকেটের (Siliguri News) আদলে ঘরোয়া লিগের আয়োজন। রঙিন পোষাক, সাদা বল! যা মূহূর্তেই রঙিন করে তোলে ক্রিকেটকে। রিচা ঘোষ, ঋদ্ধিমান সাহার শহর শিলিগুড়িতে ক্রিকেট লিগের হাল ফেরাতেই নয়া উদ্যোগ। নক আউট পর্বে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জমজমাট ব্যাট ও বলের লড়াই।
বাউন্ডারি বা ছক্কা হাঁকালেই তারস্বরে বেজে উঠছে ডিজে! কখনও বিশ্বকাপ ক্রিকেটের থিম সঙ তো আবার কখনও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেকে দেওয়া কাঁচা বাদাম! আর দর্শকাসনে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেট লিগের ম্যাচ দেখতে একেই আগ্রহী প্রেমীদের সংখ্যা কম। তবে এবারে অন্যবারের তুলনায় ভিড় টানছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। মূলত একঘেয়েমি থেকে বেরিয়ে আসাতেই এই জনপ্রিয়তা।
আরও পড়ুন : বিস্ফোরণে ভেঙে পড়েছে কাঁচের দরজা জানলা, ভাঙছে ফাইটার জেট! ধ্বংসের সাক্ষী দুই চোখ
ক্রিকেট (Siliguri News) সচিব মনোজ ভার্মা জানান, পুরনো দিনের জনপ্রিয়তা ফিরিয়ে আনতেই নিত্য নতুন ভাবনায় আয়োজন। ক্রিকেটারেরা যেমন ম্যাচটাকে উপভোগ করছেন, তেমনি দর্শকাসনেও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনে যা অবশ্যই ভালো কিছু বহন করবে। এবারে লিগের ম্যাচ হবে দিন রাতের আলোয়। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। ক্রিকেটপ্রেমীদের মাঠমুখী করতেই এর আয়োজন। অনেকেই এগিয়ে এসেছেন।
লিগ শেষে টুর্নামেন্টের আয়োজন করা হবে। যেমন আয়োজন, তেমন উপভোগ্য ম্যাচ। সোমবার সুপার লিগের (Siliguri News) প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে অগ্রগামী সঙ্ঘকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছল আঠারোখাই সরোজিনী সঙ্ঘ। বাঁ হাতি ব্যাটসম্যান প্রতীক দত্তের অনবদ্য ১৬ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসের সুবাদে ফাইনালে পৌঁছল সরোজিনী। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে অগ্রগামী সংঘ।
আরও পড়ুন : পর্যটন শিল্পকে চাঙ্গা করতে মরিয়া, শিলিগুড়িতে 'বেঙ্গল ট্র্যাভেল মার্ট ২০২২'
ঋষভ আগরওয়ালের ৪৪ বলে ৭৮ রানের ইনিংস অসাধারন। যার মধ্যে ৬টা ছক্কা এবং ৬টা বাউণ্ডারি! রান আউট না হলে স্কোরের গণ্ডী ২০০ পার করতো। শেষে চন্দন সিংয়ের ১৫ বলে ৩৭ রানও উল্লেখযোগ্য। কিন্তু তাদের লড়াই দাম পেল না। ১৯ ওভার ১ বলে প্রয়োজনীয় ১৮৬ রান তুলে নেয় সরোজিনী। শুরুটা ভালো করেন পঙ্কজ গুপ্তা (৩২ বলে ৫১ রান)। তারপর হাল ধরেন প্রতীক দত্ত। ম্যাচের সেরা সরোজিনীর পঙ্কজ গুপ্তা। কাল স্বস্তিকা যুবক সঙ্ঘের মুখোমুখী হবে জিটিএস। জয়ী দল ফাইনালে ওঠার ছাড়পত্র আদায়ে লড়বে অগ্রগামীর বিরুদ্ধে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।