• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ওয়েস্টইন্ডিজ টেস্ট সিরিজ: বাদ শিখর, নেই রোহিত- অবাক সৌরভ

ওয়েস্টইন্ডিজ টেস্ট সিরিজ: বাদ শিখর, নেই রোহিত- অবাক সৌরভ

(Photo: AFP)

(Photo: AFP)

একদিন আগেই ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি, আর একদিন বাদেই বাদ পড়লেন দল থেকে!

 • Share this:

  #মুম্বই: ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ভারতের ১৫জনের দলে নেই রোহিত শর্মা ৷ বাদ পড়লেন শিখর ধাওয়ান ৷ দু‘ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ওয়েস্টইন্ডিজের সঙ্গে ৷ দলের অধিনায়কত্বের ব্যাটন থাকবে ফের বিরাট কোহলির হাতেই ৷ দলের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানে ৷

  দলে রয়েছেন প্রথমবার ডাক পেয়েছে মায়াঙ্ক আগরওয়াল ৷ বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে ৷ আসলে এই সফরে তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চেয়েছেন নির্বাচকরা ৷

  একনজরে ভারতের নির্বাচিত ১৫

  ববব

  এদিকে রোহিত শর্মাও দারুণ এশিয়া কাপ কাটিয়েছেন তারপরেও তিনি নেই দলে ৷ এটাতে রীতিমতো হতবাক ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

  দাদা রোহিতের নির্বাচনের না থাকা নিয়ে মুখ খুলেছেন তিনি ৷ তাঁর বক্তব্য রোহিতকে যতবার টেস্ট দলে না দেখেন ততবারই তিনি অবাক হন ৷

  ্্্

  First published: