লখনউ: লখনউ সুপার জায়ান্টস যে রান স্কোরবোর্ডে তুলেছিল সেটা তাড়া করা খুব একটা সমস্যা হবে পঞ্জাবের মনে হচ্ছিল না। কিন্তু শুরুতেই ধাক্কা লাগে পঞ্জাব দলে। খাতা না খুলেই ফিরে যান অথর্ব। প্রভসিমরান সিং মাত্র চার রান করেন। এরপর যদিও পঞ্জাবকে লড়াইতে ফিরিয়ে আনেন ম্যাথু শর্ট (৩৪) এবং হরপ্রীত সিং। অধিনায়ক স্যাম কারান মাত্র ছয় রান করে ফিরে যান।শেষ পর্যন্ত লড়াই চালাতে থাকেন সিকান্দার রাজা এবং জিতেশ শর্মা। মার্ক উড একের পর এক শর্ট বল করে পঞ্জাব ব্যাটসম্যানদের পরীক্ষা নিচ্ছিলেন। জিতেস আউট হলেন সেই উডের বলে। দুরন্ত ক্যাচ নিলেন রাহুল। টস জিতে পঞ্জাব কিংস যখন বোলিং করার সিদ্ধান্ত নিল, আর যেভাবে শুরু করেছিল লখনউ দেখে মনে হচ্ছিল অনেক বড় রান করে ফেলবে তারা।
বিশেষ করে ক্যারিবিয়ান ওপেনার কইল মেয়রস দুরন্ত সঙ্গে ব্যাট করছিলেন। ২৩ বলে ২৯ করে গেলেন। মারলেন তিনটি ছক্কা, একটি বাউন্ডারি। দীপক হুদা সম্পূর্ণ ফ্লপ। করলেন মাত্র ২। এরপর ক্রুনাল পন্দিয়া করে গেলেন ১৮। আগের ম্যাচে দারুন ব্যাটিং করা নিকোলাস পুরান খাতা না খুলেই ফিরে গেলেন। দুটি উইকেট নিলেন রবাদা। তবে অধিনায়ক রাহুল হাফ সেঞ্চুরি করলেও অনেক বল নষ্ট করলেন।
নিজের পরিসংখ্যান উন্নত করার জন্য ব্যাটিং করলেন,দলের জন্য নয়। সত্যি বলতে সুপার জায়ান্টস দলের কাউকেই এদিন বিস্ফোরক ব্যাটিং করতে দেখা গেল না।মার্কাস স্তইনিস ফিরলেন ১৫ করে। বাদনি সেরকম কিছু করতে পারলেন না। রাহুল শেষ দিকে কয়েকটা শট খেলে দলকে কিছুটা লড়াই করার মত জায়গায় নিয়ে যান।তবে কোনমতেই এই রানকে ম্যাচ জেতার মতো রান মনে হচ্ছে না। এই জায়গা থেকে আর ম্যাচটা জেতা সম্ভব ছিল না পঞ্জাবের। রাজা ফিরে গেলেন ৫৪ করে। উইকেট নিলেন রবি বিষ্ণই। কিন্তু শাহরুখ খান যতক্ষণ ছিলেন পঞ্জাবের আশা ছিল। শেষ পর্যন্ত শাহরুখ ঠান্ডা মাথায় ম্যাচটা জিতিয়ে দিলেন পঞ্জাবকে। একটা দুরন্ত জয় তুলে নিল প্রীতির দল।
Published by:Rohan roychowdhury
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।