হোম /খবর /খেলা /
কোহলির অর্ধশতরান, আউট গিল! আহমেদাবাদে তৃতীয় দিনের শেষে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

কোহলির অর্ধশতরান, আউট গিল! আহমেদাবাদে তৃতীয় দিনের শেষে ঘুরে দাঁড়ানোর লড়াই জারি ভারতের

হাফ সেঞ্চুরি করার পর বিরাট

হাফ সেঞ্চুরি করার পর বিরাট

  • Share this:

ভারত -২৮৯/৩ভারত পিছিয়ে ১৯১ রানেতৃতীয় দিনের শেষে

আহমেদাবাদ: নাথান লায়নের বলটা হঠাৎ করে পড়ে নীচু হয়ে গেল। শুভমন গিল বুঝতেই পেরেছিলেন তিনি আউট। এক মিনিটের জন্য চুপ হয়ে গেল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। এরকম একটা ইনিংস যদি আরও বড় হত সেটাই চেয়েছিলেন সকলে। কিন্তু চাইলেই তো সবকিছু হয় না। ১২৮ করে আউট হলেন গিল।

আজ দেশের মাঠে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল। রাহুলের জায়গায় তাকে এনে ভুল করা হয়নি সেটা দেখিয়ে দিলেন। ম্যারফির বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন গিল। শুভমন গিল যদি ধৈর্য দেখিয়ে উইকেটে টিকে থাকতে পারতেন, তাহলে ভারত অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব দেবে সেটা জানাই ছিল। পুজারারা ভূমিকা ছিল গিলকে সমর্থন করে যাওয়া।

স্ট্রাইক রোটেট করা। একটা দিক ধরে রাখা। সেটাই করলেন তিনি। অন্যদিকে তরুণ শুভমন গিল একদিকে যেমন ধৈর্য দেখালেন, তেমনই লুজ বল বাউন্ডারির বাইরে পাঠালেন। তবে আজকেও পিচ থেকে স্পিনাররা বিশেষ সুবিধা পেলেন না। ব্যাটসম্যানরা বেশ আরামেই রান করেন। তাতে অবশ্য ভারতীয় ব্যাটসম্যানদের প্রচেষ্টাকে ছোট করার জায়গা নেই।

তারা কন্ডিশন বুঝে খেলেছেন। বলের মেরিট বুঝে শট নিয়েছেন। ছোট ছোট টার্গেট করে এগোতে হবে ভারতকে। আজ তৃতীয় দিন। প্রয়োজনে ভারতকে রান তোলার গতি বাড়াতে হবে। তবেই এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। তবে এরপর বিরাট, অক্ষর, রবীন্দ্র জাদেজাকে দ্রুত রান বাড়াতে হবে। না হলে টেস্ট ড্র হয়ে যেতে পারে। সেটা চাইবে না ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মাথায় রেখে জয় ছাড়া অন্য কিছুই ভাবতে রাজি নয় টিম ইন্ডিয়া। তবে ৪২ করে এল বিডব্লিউ হয়ে ফিরলেন পূজারা। উইকেটে আছেন কোহলি। বহুদিন টেস্ট ক্রিকেটে বড় রান নেই তার। এই টেস্টে দেখা যাক বিরাট কিছু করতে পারেন কিনা। বিরাট বুদ্ধি করে খেলছেন। সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজা। তিনিও স্কোর বোর্ড চালু রাখার চেষ্টা করছেন।

হঠাৎ করে যেন ছন্দ খুঁজে পেয়েছেন নাথান লায়ন। জায়গায় বল করে ভারতীয় ব্যাটসম্যানদের রান তোলার কাজ কঠিন করে দিচ্ছেন তিনি। মারফি যোগ্য সহায়তা দিচ্ছেন তাকে। হাওয়ায় গতির হেরফের করছেন সঠিক বুদ্ধি প্রয়োগ করে। বিরাট কোহলি শেষ পর্যন্ত তার অর্ধশত রান পূর্ণ করলেন। কিছুটা হলেও হয়তো তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

দলের অন্যতম সিনিয়র এবং নামী ব্যাটসম্যান হিসেবে এখন বিরাটের দিকেই তাকিয়ে থাকবে ভারত। তবে আগামীকাল অর্থাৎ চতুর্থ দিন সকাল থেকে ভারতের ব্যাটসম্যানদের গিয়ার বদল করতেই হবে তাতে সন্দেহ নেই। ম্যাচ থেকে পজিটিভ রেজাল্ট বার করতে গেলে সেটাই ভারতের একমাত্র রাস্তা। তাই ঝুঁকি নিয়ে শট খেলতেই হবে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: IND vs AUS, Shubhman Gill, Virat Kohli