আহমেদাবাদ: ২০২২ ছিল সূর্যকুমার যাদবের। ২০২৩ কি তবে শুভমান গিলের! একদিনের ক্রিকেটে কেরিয়ারের দ্বিতীয় শতরান করেছিলেন শুভমান। এবার টি২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে ফেললেন তিনি। তাও আবার নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে।
আমেদাবাদে টস জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করে দেন শুভমান। তবে ঈশান কিষানকে নিয়ে চিন্তা থেকেই গেল। এমনিতে তিনি দলে সুযোগ পাচ্ছিলেন না বলে এত কথা উঠছিল। এবার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারলেন না।
আরও পড়ুন- ক্রিকেটার থেকে জেল খাটা আসামী! শেষে আইনজীবীর সঙ্গে প্রেমে জীবন বাঁচল এই তারকার
রাঁচিতে প্রথম টি-২০ ম্যাচে হার। সেই ধাক্কা সামলে ভারতীয় দল লখনউয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় তুলে নেয়। সিরিজ আপাতত ১-১। অর্থাৎ সিরিজের ফয়সালা হবে আজকের ম্যাচে। এদিকে পরিসংখ্যান বলছে, গত ১৮ বছরে ভারতের বিরুদ্ধে এত দুর্বল পারফরম্যান্স করেনি নিউজিল্যান্ড। এবার যেন নখ, দাঁত সবই হারিয়ে ভারতে এসেছে তারা।
বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে আজকের এই ম্যাচ জিততে মরিয়া ভারতীয় দল। এদিন ১০টি চার ও ৫টি ছক্কার সৌজন্যে ৫৪ বলে সেঞ্চুরি করেন গিল। কিউয়ি বোলারদের একার হাতেই দমন করলেন তিনি। শেষ পর্যন্ত তিনি নট আউট থাকলেন। শুভমানের সেঞ্চুরির সুবাদে ভারতীয় দল ২০ ওভারে ২৩৪ রান করল।
আরও পড়ুন- বীর হনুমা ! ডান হাতে কব্জির চোট উড়িয়ে বাঁহাতি হয়ে ব্যাট, নতুন নজির রঞ্জিতে
রাহুল ত্রিপাঠি ২২ বলে ৪৪ রান করলেন। সূর্যকুমার যাদব অবশ্য বড় রান পেলেন না। করলেন ১৩ বলে ২৪।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs NZ, Shubhman Gill