হোম /খবর /খেলা /
গিলের সেঞ্চুরির পর মোহিতের ৫ উইকেট, মুম্বইকে উড়িয়ে আইপিএল ফাইনালে গুজরাত

GT vs MI: গিলের সেঞ্চুরির পর মোহিতের ৫ উইকেট, মুম্বইকে উড়িয়ে আইপিএল ফাইনালে গুজরাত

এই ছবিটাই বলে দিচ্ছে ম্যাচের চিত্র

এই ছবিটাই বলে দিচ্ছে ম্যাচের চিত্র

  • Share this:

আহমেদাবাদ: গুজরাত টাইটানস আইপিএলের কোয়ালিফায়ার ২ তে যখন ২৩৩ রান করেছিল প্রথম আর্ধে তখনই বোঝা গিয়েছিল আজ মুম্বইকে জিতে ফাইনালে যেতে হলে মিরাকেল করতে হবে। না হলে এই ম্যাচ বের করা সম্ভব নয়। যতই পাঁচবারের চ্যাম্পিয়ন হোক মুম্বই, যতই এবারের আইপিএলে ২১৪ রান করে জিতুক, এত বড় রান মুশকিল সেটা বলার অপেক্ষা রাখে না।

তার ওপর ঈশানের চোখে লাগার কারণে তিনি আজ ব্যাটিং করতে পারলেন না। এখানেই মুম্বই ধাক্কা খেল প্রথম। তারপর ক্যামেরন গ্রিন হার্দিক পান্ডিয়ার বলে কনুইতে চোট পেলেন। ওপেন করতে হল নেহালকে। তিনি কিছুই করতে পারেনি আজ। রোহিত শর্মা আবার ব্যর্থ। ৮ করে শামির বলে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। তবুও ১০ ওভারের শেষে রান রেট ভালো ছিল মুম্বইয়ের।

গ্রিন ফিরে এসে বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন। কিন্তু শেষ পর্যন্ত লিটলর বলে ৩০ করে বোল্ড হলেন অস্ট্রেলিয়ান। তিলক বর্মা অবশ্য গুরুত্বপূর্ণ ৪৩ রান করে গেলেন। রশিদ খান তাকেও বোল্ড করেন। কিন্তু যতক্ষণ সূর্য কুমার যাদব ছিলেন কিছুটা আশা ছিল মুম্বইয়ের। ৩৩ বলে ৫০ করলেন তিনি। মোহিত শর্মার বলে স্কুপ মারতে গিয়ে বোল্ড হলেন ৬১ রানে।

সূর্য আউট হওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বইয়ের জয়ের আশা মিলিয়ে গেল বলা যায়। টিম ডেভিড এলেন এরপর। প্রচন্ড শক্তিশালী এই ব্যাটসম্যান পোলার্ডকে অবসর নিতে বাধ্য করেছেন মুম্বই থেকে। তাই দেখার ছিল আজ মুম্বইয়ের প্রয়োজনে ডেভিড কতটা কি করতে পারেন। বিষ্ণু বিনোদ (৫) মোহিত শর্মার বলে ফিরলেন। ডেভিড সম্পূর্ণ ব্যর্থ। রশিদ খানের বলে এলবি ডব্লিউ হয়ে ফিরে গেলেন ২ করে।

আজ সেই মুম্বইয়ের বিরুদ্ধে গিল দ্বিতীয় কোয়ালিফায়ারে এমন একটা ইনিংস খেললেন যা ভুলতে পারবেন না কেউ। আইপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ইনিংস। ডাগ আউট বসে স্বয়ং সচিন তেন্ডুলকর দেখলেন যাকে তার হবু জামাই বলা হয় তার রুদ্রমূর্তি।  আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টি প্রায় আধঘন্টা দেরিতে শুরু করাল ম্যাচ।

টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। বৃষ্টির সম্ভাবনা লেগে থাকায় এটাই স্বাভাবিক সিদ্ধান্ত। ম্যাচের আগেই দেখা গিয়েছিল দৃশ্যটা। হার্দিক পান্ডিয়া গোল হয়ে দাঁড়িয়ে পুরো দলকে মোটিভেট করছেন।  মোহিত শর্মা বল হাতে পাঁচ উইকেট নিলেন। একাই ভেঙে দিলেন মুম্বই ব্যাটিংয়ের মেরুদন্ড।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Gujarat titans, Mumbai Indians