কলকাতা: আইপিএলে আজ জামাই বনাম জামাই বনাম শ্বশুরের লড়াই। অবশ্য হবু জামাই এবং শ্বশুর বলাটাই ঠিক বোধহয়। আসলে এমনটাই ঘটনা সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু মানুষ মজা করে মিম বানিয়েছেন যাতে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকর এবং গিল দুজনে একে অপরকে চ্যালেঞ্জ করছেন ফাইনালে ওঠার লড়াইয়ে। আসলে সচিনের মেয়ে সারার সঙ্গে নাকি শুভমনের প্রেমের সম্পর্ক এমনটা শোনা যায়।
তবে সেটা সারা তেন্ডুলকর নাকি সারা আলি খান সেটা নিশ্চিত নয়। গিল নিজেও এই নিয়ে রহস্য রেখে দিতে পছন্দ করেন। তিনিও মুখ ফুঁটে বলেন না তার সঙ্গে তার সম্পর্ক। আসলে নিজে উপভোগ করেন এটা। এর আগে যখন বিরাট কোহলির দলের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে গিল মুম্বইকে প্লে অফ পৌঁছাতে সাহায্য করেছিলেন, তখনও শুভমন এবং সচিন নিয়ে বিভিন্ন মজার মিম শোনা গিয়েছিল।
— 🕉️Shivu🇮🇳 (@Shivu_Memes) May 21, 2023
আজ আবার ফাইনালে ওঠার লড়াইয়ে যখন মুম্বই এবং গুজরাত সামনাসামনি তখন শশুর বনাম জামাই মিম আবার দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে মজা বাদ দিলে শুভমন গিল আজ চেষ্টা করবেন নিজের সেরা ব্যাটিং করার। কারণ তিনি যদি ১০-১২ ওভার টিকতে পারেন তাহলে গুজরাত স্কোরবোর্ডে বড় রান তুলতে পারবে এ ব্যাপারে সন্দেহ নেই।
তাছাড়া আজ তার সামনে সুযোগ রয়েছে সর্বোচ্চ রান করে কমলা টুপি ছিনিয়ে নেওয়া। আর সেটা যদি সচিনের মুম্বইয়ের বিরুদ্ধে হয়, কেয়াবাত। অন্যদিকে মুম্বইয়ের পীযূষ চাওলা থেকে শুরু করে আকাশ মাধওয়াল সবাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব গিলকে তুলে নেওয়া। কারণ হার্দিক পান্ডিয়ার দলের অর্ধেক ব্যাটিং চুক্তি শুভমন একাই। তাই আজ জামাই বনাম শ্বশুর মজার মিমের আড়ালে একটা মারকাটারি ম্যাচ অপেক্ষা করছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gujarat titans, Mumbai Indians, Sachin Tendulkar, Shubhman Gill