বিদেশে ছয়টি টেস্ট সেঞ্চুরি যেমন রয়েছে তেমনই অল্প রানে অসংখ্যবার আউটও হয়েছে। তার জন্যই এমন গড়। শুভমান গিলকে নিয়ে তাঁর মূল্যায়ন, সংক্ষিপ্ত আন্তর্জাতিক কেরিয়ারে বিদেশে ১৪ টেস্ট ইনিংসে ওর গড় ৩৭। গাব্বায় ওর ৯১ বিদেশে সেরা চতুর্থ ইনিংসের তালিকায় থাকবে। অসাধারণ ফর্মেও রয়েছে। গিল সম্প্রতি সাদা বলের ক্রিকেটে অসাধারণ ব্যাট করেছেন। নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তাই টেস্ট ক্রিকেটে তিনি জায়গা পাওয়ার যোগ্য মনে করছেন বিশেষজ্ঞরা। আর একজন ব্যাটসম্যানকে তার সেরা সময় সুযোগ না দিলে পরে দিয়ে লাভ নেই।Who Will Deserves Place in Playing 11 For 3rd Test Match in Indore. Like For Shubman Gill or Retweet For KL Rahul. #INDvAUS #BGT #KLRahul #Shubmangill #TeamIndia #BGT2023 pic.twitter.com/PkDBRmKIhk
— Tarun Singh Verma 🇮🇳 (@TarunSinghVerm1) February 19, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: KL Rahul, Shubhman Gill