হোম /খবর /খেলা /
কে এল রাহুলের বদলে এবার শুভমন গিলের জায়গা প্রায় নিশ্চিত ! শুধু ঘোষণার অপেক্ষা

কে এল রাহুলের বদলে এবার শুভমন গিলের জায়গা প্রায় নিশ্চিত ! এখন শুধু ঘোষণার অপেক্ষা

রাহুল যাচ্ছেন, গিল আসছেন

রাহুল যাচ্ছেন, গিল আসছেন

Shubhman Gill all set to replace out of form KL Rahul in 3rd test against Australia. কে এল রাহুলের বদলে এবার শুভমন গিলের জায়গা প্রায় নিশ্চিত ! শুধু ঘোষণার অপেক্ষা

  • Share this:
নয়াদিল্লি: জামাই আদরে দলে রেখে দেওয়া হলেও এবার বোধহয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বাদ পড়তে চলেছেন কে এল রাহুল। দেওয়াল লিখন এমনটাই মনে হচ্ছে। ইন্দোর ও আমেদাবাদে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দুই টেস্টে রোহিত শর্মার সঙ্গে শুভমন গিলকেই সম্ভবত দেখা যাবে ওপেন করতে। লোকেশ রাহুলকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে জাতীয় নির্বাচকরা সম্ভবত সেই বার্তাই দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে।কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত যতই পাশে থাকুন না কেন, ক্রমাগত ব্যর্থতার জেরে লোকেশের অবস্থা রীতিমতো কোণঠাসা। অন্যদিকে, দুরন্ত ফর্মে থাকা গিলকে খেলানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। চলতি সিরিজে দুই টেস্টে লোকেশের ব্যাটে এসেছে ৩৮ রান। গড় মাত্র ১২.৬৭। এহেন পারফরম্যান্সের পর সমালোচনা আরও তীব্র হচ্ছে।শুভমান গিলকে ডাগ আউটে বসিয়ে তাঁকে খেলানোয় তোপের মুখে পড়ছে টিম ম্যানেজমেন্টও। প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ তো সোমবার রীতিমতো একহাত নিয়েছেন ভারতীয় দলকে। টুইটারে তিনি লিখেছেন, এমন একটা ধারণা তৈরি হয়েছে যে, বিদেশে লোকেশ রাহুলের টেস্ট রেকর্ড দুরন্ত। কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলছে। বিদেশে ৫৬টি টেস্ট ইনিংসে ওর গড় ৩০।বিদেশে ছয়টি টেস্ট সেঞ্চুরি যেমন রয়েছে তেমনই অল্প রানে অসংখ্যবার আউটও হয়েছে। তার জন্যই এমন গড়। শুভমান গিলকে নিয়ে তাঁর মূল্যায়ন, সংক্ষিপ্ত আন্তর্জাতিক কেরিয়ারে বিদেশে ১৪ টেস্ট ইনিংসে ওর গড় ৩৭। গাব্বায় ওর ৯১ বিদেশে সেরা চতুর্থ ইনিংসের তালিকায় থাকবে।
অসাধারণ ফর্মেও রয়েছে। গিল সম্প্রতি সাদা বলের ক্রিকেটে অসাধারণ ব্যাট করেছেন। নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তাই টেস্ট ক্রিকেটে তিনি জায়গা পাওয়ার যোগ্য মনে করছেন বিশেষজ্ঞরা। আর একজন ব্যাটসম্যানকে তার সেরা সময় সুযোগ না দিলে পরে দিয়ে লাভ নেই।
Published by:Rohan Chowdhury
First published:

Tags: KL Rahul, Shubhman Gill