#মুম্বই : শিকে ছিঁড়ল না শ্রেয়স আইয়ারের ভাগ্যে ৷ আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন সামলাবেন অজিঙ্ক রাহানে ৷ এছাড়়া এই দলে রয়েছেন শিখর ধাওয়ান, মুরলী বিজয়, কেএল রাহুল , করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা ও শার্দুল ঠাকুর ৷
কার্যত ভারতের প্রধান মুখদের মধ্যে বিরাট কোহলি সারে-র হয়ে ক্রিকেট খেলার জন্য খেলতে পারবেন না ৷ অন্যদিকে বিশ্রাম দেওয়া হচ্ছে ভুবনেশ্বর কুমারকে ৷ তবে বিতর্কে জড়িত এবং আইপিএলে আন্ডার পারফর্মিং মহম্মদ শামিকে দলে রাখা হয়েছে ৷
এদিনের নির্বাচনী বৈঠকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচেও দলও ঘোষণা করা হয়েছে ৷ দুটি দলেই একইরকমের দল রাখা হয়েছে ৷ অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে দলে রয়েছেন শিখর, রোহিত, রাহুল, রায়না, মণীশ , ধোনি, দীনেশ কার্তিক, চাহাল, কুলদীপ, সুন্দর, ভুবনেশ্বর, বুমরাহ, হার্দিক, সিদ্ধার্থ কউল, উমেশ যাদব ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের দলেও কোনও পরিবর্তন নেই ৷এদিকে ভারতীয় এ দলের ব্রিটেন সফরে অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার ৷ এছাড়াও এই দলে রয়েছেন পৃথ্বী শ, শুভমান গিলরা ৷
ব্রিটেন সফরেই চারদিনের ম্যাচে নেতৃত্বের ব্যাটন থাকবে করুণ নায়ারের ওপর ৷