হোম /খবর /খেলা /
দঃ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

শ্রেয়সের শতরান, ইশানের ঝোড়ো ইনিংস, দঃ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

দ্বিতীয় একদিনের ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত। প্রথমে ব্য়াট করে ২৭৮ রান করে প্রোটিয়ারা। জবাবে ২৫ বল বাকি থাকতে জয় পায় টিম ইন্ডিয়া।

  • Last Updated :
  • Share this:

শ্রেয়স আইযরের অনবদ্য় শতরান। ইশান কিশানেপ দুরন্ত অর্ধশতরান। আর তাতেই ভর করে দক্ষিণ আফ্রিকাকে একদিনের সিরিজে দ্বিতীয় ম্য়াচে হারাল ভারতীয় ক্রিকেট দল। ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন শ্রেয়স ও ৯৩ রান করেন ইশান। ৭ উইকেটে টেম্বা বাভুমার দলকে হারিয়ে ৩ ম্য়াচের সিরিজে ১-১ সমতা ফেরাল শিখর ধওয়ানের দল। ২৭৮ রানে লক্ষ্য় তাড়া করতে নেমে ২৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্য়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।

এদিন টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন আইডেন মার্করাম। এছাড়া ৭৪ রানের ইনিংস খেলেন রেজা হেন্ডরিকস। নিজের মেয়ে বিয়োগের খবর পেয়েও মাঠে ৩৫ রানের ঝকঝকে অপরাজিত ইনিংস খেললেন ডেভিড মিলার। এছাড়া ৩০ রান করেন হেনরিক ক্লাসেন ও ২৫ রান করেন জানেমান মালান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মহম্মদ সিরাজ।

রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। ২৮ রানে প্রথম উইকেট পড়ে। ১৩ রান করে ওয়েন পার্নেলের বলে আউট হন শিখর ধওয়ান। শুরুটা ভালো করেও ২৮ রান করে কাগিসো রাবাডার বলে আউট হন শুবমান গিল। ৪৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে। এরপর দুরন্ত পার্টনারশিপ করেন ইশান কিশান ও শ্রেয়স আইয়র। শতরানের পার্টনারশিপও পূরণ করেন তারা। নিজের নিজেদের অর্ধশতরান পূরণ করেন দুই তারকা।

১৬১ রানের পার্টনারশিপ করেন তারা। ২০৯ রানে তৃতীয় উইকেট পড়ে। ৮৪ বলে ৯৩ রান করে ইমাদ ফরটুইনের বলে আউট হন ইশান কিশান। ৭টি ছয় ও ৪টি চার মারেন তিনি। অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান শ্রেয়স আইয়র। শতরান পূরণ করেন তিনি। তাকে যোগ্য় সঙ্গত দেন সঞ্জু স্য়ামসন। দুজনে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে জয়ের লক্ষ্য়ে পৌছে যায় টিম ইন্ডিয়া। ১১১ বলে ১১৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়র। ১৫টি চার মারেন তিনি। ৩০ রানে অপরাজিত থাকেন সঞ্জু।

Published by:Sudip Paul
First published:

Tags: India vs South Africa, Ishan kishan, Shikhar Dhawan, Shreyas Iyer, Team India