মুম্বই: দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে পরপর পাঁচটি ম্যাচ হেরে। আবার হারলে এবারের মত প্লে অফ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর টানা পাঁচটি ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গিয়েছে।
অন্যদিকে, রাজস্থান রয়্যালস গতবারের রানার-আপদের ফের হারিয়ে পয়েন্ট তালিকার প্রথম চারে থাকা নিশ্চিত করতে চাইবে। রাজস্থান রয়্যালসকে হারিয়ে গতকাল মুম্বই ইন্ডিয়ান্স প্রথম জয়ের স্বাদ পেয়েছে। আইপিএলে কলকাতা ও রাজস্থানের দ্বৈরথে ২৬টির মধ্যে ১৩টিতে জিতেছে কেকেআর, রাজস্থান রয়্যালস জিতেছে ১২টিতে। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালস নাইটদের হারিয়েছিল ৭ রানে।The hustle is 🔛#KKRHaiTaiyaar #KKRvRR #IPL2022 pic.twitter.com/FKhxtX2m9D
— KolkataKnightRiders (@KKRiders) May 2, 2022
শেষ পাঁচটি পারস্পরিক সাক্ষাতের নিরিখে কলকাতা রাজস্থানের চেয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে। ২০২০ সালের আইপিএলে দুটি সাক্ষাতেই জয়লাভ করেছিল কেকেআর। গত মরশুমে রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে জিতেছিল ৬ উইকেটে, ফিরতি সাক্ষাতে রাজস্থান রয়্যালসকে কেকেআর হারায় ৮৬ রানে। ম্যাচে এখনও অবধি রাজস্থান রয়্যালসের রয়েছে ১২ পয়েন্ট। নেট রান রেট ০.৪৫০।
জিতলে তারা লখনউ সুপার জায়ান্টসকে টপকে দ্বিতীয় স্থান দখল করবে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে। জস বাটলারের উপরই বেশিরভাগ নির্ভরশীল হয়ে পড়েছে রাজস্থান রয়্যালসের ব্যাটিং। দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ারদের কাছে তাই আরও বেশি ধারাবাহিকতা প্রত্যাশা করছে রয়্যালস শিবির।⚔️ Your 11 to face the Knights, tonight? 💭#KKRvRR | #IPL2022 | #HallaBol | #JioDigitalLife | #JioTogether | @reliancejio pic.twitter.com/OKayGa2JAm
— Rajasthan Royals (@rajasthanroyals) May 2, 2022
বোলিংয়েও এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল। বল হাতে ভরসা দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন, তিনি ব্যাট হাতেও ঝোড়ো ইনিংস খেলতে যে পারদর্শী তারও প্রমাণ দিয়েছেন এবারের আইপিএলে। কম রানের পুঁজি নিয়েও রাজস্থান জিততে পারছে কুলদীপ সেন, প্রসিদ্ধ কৃষ্ণরাও নিয়ন্ত্রিত বোলিং করায়। তবে এখনও রান তাড়া করে একটি ম্যাচেও জিততে পারেনি রাজস্থান রয়্যালস। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে তারা ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।