ভারত -২৫২প্রথম ইনিংস
#বেঙ্গালুরু: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছিলেন। পরপর তিনটি অর্ধশত রান করে বুঝিয়ে দিয়েছিলেন জীবনের সেরা ছন্দে আছেন। তার আগে ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন কানপুরে। আজ পিঙ্ক বল টেস্টে বেঙ্গালুরুর মাঠে ব্যাট হাতে আবার জ্বলে উঠলেন শ্রেয়স আইয়ার। রোহিত, বিরাট, আগারওয়াল, জাদেজা যেখানে ব্যর্থ স্পিন সামলাতে, সেখানে বুক চিতিয়ে লড়াই করলেন শ্রেয়স।
সময় নিলেন। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার পর নিজের স্বাভাবিক আক্রমনাত্মক শট খেললেন। দ্বিতীয় ওভারেই রোহিতের সঙ্গে ভুল বোঝাবুঝির ফলে ৪ রানের মাথায় রানআউট হলেন ময়ঙ্ক আগারওয়াল। ১৫ রান করে এমবুলদেনিয়ার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও দেখে মনে হচ্ছিল ভারত অধিনায়ক এদিন বড় রান পেতে চলেছেন। একটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারেন রোহিত।
অন্যদিকে হনুমা বিহারি ভাল মানিয়ে নিয়েছিলেন। সিঙ্গল,ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখার পাশাপাশি খারাপ বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জয় বিক্রমের বলে ক্যাচ দিলেন উইকেটরক্ষক ডিকওয়ালার হাতে। বিহারী করলেন ৩১ রান। আশা ছিল বিরাট কোহলিকে নিয়ে। আগের ম্যাচে মোহালিতে ৪৫ করে আউট হয়েছিলেন। সেটা ছিল তাঁর শততম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার প্রয়োজন হয়নি।
কিন্তু চিন্নাস্বামী অর্থাৎ বেঙ্গালুরুর মাঠ বিরাটের সেকেন্ড হোম। শুরুটা খারাপ করেননি। সাবধানে এগোচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই ধনঞ্জয়ের বলে এলবি হলেন। বলটা পড়ে হঠাৎ করে নিচু হয়ে গেল। ২৩ করলেন বিরাট। তার ইনিংসে ছিল দুটি বাউন্ডারি। প্রথম সেশনেই চারটি উইকেট হারায় ভারত। তিনটি উইকেট নিয়েছেন স্পিনাররা। বোঝাই যাচ্ছে খেলা যত এগোবে তত সুবিধা পাবেন স্পিনাররা।Shreyas Iyer's elegant dual sixes. Gave the charge, got to the pitch of the ball and dispatched it for a huge six. One in the crowd, one out of the ground. @ShreyasIyer15 special this. 📽️📽️https://t.co/hYMOuZohcc @Paytm #INDvSL pic.twitter.com/EdrmYEM4ZQ
— BCCI (@BCCI) March 12, 2022
প্রথম সেশনেই যখন এতটা বল ঘুরছে, তখন যে দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে তাদের ভাগ্যে দুঃখ আছে বলা যায়। বিশেষ করে অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা নিজেদের স্বাভাবিক বোলিং করতে পারলে শ্রীলংকার ব্যাটসম্যানদের কড়া পরীক্ষা দিতে হবে। প্রথম দু'ঘণ্টার খেলার পর উইকেটে ছিলেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। ভারতের লক্ষ্য থাকবে দিন-রাতের টেস্ট ম্যাচে এই দুজন আরও কিছু রান যোগ করুন। তবে রবীন্দ্র জাদেজা, অশ্বিন ব্যাট হাতেও অবদান রাখতে পারেন।
ঋষভ পন্থ ২৬ বলে ৩৯ করে বোল্ড হলেন এম্বুলদেনিয়ার বলে, ব্যাকফুটে খেলতে গিয়ে। রবীন্দ্র জাদেজা (৪) ফিরে গেলেন এম্বুলদেনিয়ার শিকার হয়ে। এরপর অশ্বিন কিছুটা ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ধনঞ্জয় সিলভার বলে উইকেট রক্ষকের হাতে ধরা পড়লেন ১৩ করে। অক্ষর প্যাটেল লাকমলের বলে বোল্ড হলেন ৯ করে। শামি ৫ করে ফিরে গেলেন জয় বিক্রমের বলে। অল্পের জন্য শতরান হাতছাড়া হল শ্রেয়াস আইয়ারের। জয় বিক্রমের বলে মারতে গিয়ে স্টাম্প হলেন ৯২ করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs SL, Shreyas Iyer