Home /News /sports /
পাকিস্তান এখন স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে: শোয়েব আখতার

পাকিস্তান এখন স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে: শোয়েব আখতার

পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে, পিসিবি-কে ধুয়ে দিলেন শোয়েব আখতার

পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে, পিসিবি-কে ধুয়ে দিলেন শোয়েব আখতার

ফের একবার পাকিস্তান টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তোপ দাগলেন শোয়েব আখতার৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর নীতিকেই দায়ী করলেন সে দেশের প্রাক্তন স্পিডস্টার৷

আরও পড়ুন...
  • Share this:

#রাওয়ালপিণ্ডি: ফের একবার পাকিস্তান টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে তোপ দাগলেন শোয়েব আখতার৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর নীতিকেই দায়ী করলেন সে দেশের প্রাক্তন স্পিডস্টার৷ শোয়েব বরাবরই ঠোঁটকাটা৷ কিংবদন্তি বোলার সুযোগ পেলেই পিসিবি-কে ধুয়ে দেন৷ এবার তিনি বলছেন মহম্মদ রিজওয়ানের পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷

মঙ্গলবার পাকিস্তানের কড়া সমালোচনা করে ভিডিও ট্যুইট করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস৷ নিজের হতাশা ধরে রাখতে না-পেরে বলছেন, "পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের তৈরি করা নীতিতেই নিজেরাই কাটা পড়ছে৷ গড়পত্তা খেলোয়াড়দের নির্বাচন করলে গড়পত্তা ফলই পাবে৷ পাকিস্তান যখনই টেস্ট খেলবে তখনই আসল চেহারাটা বেরিয়ে আসবে৷ পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে এখন৷ ক্লাবের টিমগুলো এর চেয়ে ভাল খেলে৷ ম্যানেজমেন্টই প্লেয়ারদের স্কুল পর্যায় নামিয়ে এনেছে৷ আবার ম্যানেজমেন্ট ভাবছে দল বদলাবে৷ আমার প্রশ্ন ম্যানেজমেন্ট নিজে কবে বদলাবে?"

গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে এসেছে পাকিস্তান৷ সিরিজে আছে তিনটি টি-২০ ও জোড়া ওয়ানডে৷ কুড়ি ওভারের সংস্করণে নিউজিল্যান্ড ২-১ সিরিজ জিতেছে৷ অন্যদিকে প্রথম টেস্টেও পাকিস্তান লজ্জার হার হেরেছে৷ ১০১ রানে জিতেছে কিউয়িরা৷ এই মুহূর্তে ক্রায়েস্টচার্চের হেগলে ওভালে দ্বিতীয় টেস্ট চলছে৷ এই টেস্টেও পাকিস্তান হারতে চলেছে৷ নিউজিল্যান্ডের ৬৫৯/৬ এর জবাবে পাক বাহিনী প্রথম ইনিংসে ২৯৭ রান করেছে৷ দ্বিতীয় ইনিংসে আট রান করেছে এক উইকেট হারিয়ে৷ এখনও ৩৫৪ রানে পিছিয়ে রিজওয়ানের দল৷ উইলিয়ামসনদের হাতে আরও দু'দিন রয়েছে পাকিস্তানের ৯ উইকেট নেওয়ার জন্য৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Shoaib Akhtar