corona virus btn
corona virus btn
Loading

নিলামে দর উঠল ৭.৭৫ কোটি টাকা ! খবর পেয়ে নাচলেন হেটমায়ার

নিলামে দর উঠল ৭.৭৫ কোটি টাকা ! খবর পেয়ে নাচলেন হেটমায়ার
Shimron Hetmyer. (Photo Source: Twitter)

কলকাতায় আইপিএলের নিলাম ৷ আর সেই নিলামপর্বে ৭.৭৫ কোটি টাকা পেয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ৷

  • Share this:

#কলকাতা: এই মুহূর্তে ভারতের মাটিতে ওয়ান ডে সিরিজ খেলতে ব্যস্ত ক্যারিবিয়ান ক্রিকেটাররা ৷ কিন্তু তাতে কী ৷ আজ, বৃহস্পতিবার সবার চোখই ছিল একটা বিষয়ের উপরেই ৷ সেটা হল কলকাতায় আইপিএলের নিলাম ৷ আর সেই নিলামপর্বে ৭.৭৫ কোটি টাকা পেয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ৷

দু’হাত মাথার উপরে তুলে বিছানায় দাঁড়িয়ে নাচছেন শিমরন। পরনে কালো টি-শার্ট আর হাফ প্যান্ট। সেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল ৷

নিলামে হেটমায়ারের দাম উঠেছে ৭.৭৫ কোটি টাকা ৷  তাঁর বেস প্রাইজ ছিল ৫০ লক্ষ টাকা। অর্থাৎ ১৫ গুণেরও বেশি দাম! নিলামের পর দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছিল তাঁকে। দলের তরফে একটা মেসেজ পাঠাতে বলার সঙ্গে সঙ্গেই নিজের একটি নাচের ভিডিও শেয়ার করেন হেটমায়ার ৷

First published: December 19, 2019, 9:27 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर