#করাচি: আইপিএল শেষ হয়ে গিয়েছে৷ তার পর শুরু হয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগ বা পিএসএল-এর বাকি খেলাগুলি৷ কিন্তু তা সত্ত্বেও আইপিএল-এর ছায়া থেকে মুক্ত হতে পারল না পাকিস্তানের টি টোয়েন্টি লিগ৷ কারণ পাকিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-এর গ্লাভস পরেই ব্যাট করতে দেখা গেল এক ব্যাটসম্যানকে৷
টিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়তেই সেই দৃশ্য ভাইরাল হতে সময় লাগেনি৷ সঙ্গে সঙ্গেই পাকিস্তান সুপার লিগ এবং করাচি কিংগস দলকে নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায়৷ কারণ ওয়েস্ট ইন্ডিজ-এর ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ড করাচি কিংগসের হয়ে ব্যাটিং করলেও তাঁর হাতে ছিল মুম্বই ইন্ডিয়ান্স-এর গ্লাভস৷
RUTHERFORD HITS FOUR AND SIX IN THE SUPER OVER 👏 Multan Sultans need 14 runs to win against Karachi Kings #HBLPSLV #PhirSeTayyarHain #MSvKK #PEL #ChangeYourLife pic.twitter.com/3yBOOhO9zV
— Cricingif (@_cricingif) November 14, 2020
গত ১৪ নভেম্বর করাচি কিংগস এবং মুলতান সুলতানস দলের মধ্যে খেলা চলাকালীন এই মজার দৃশ্য দেখা যায়৷ করোনা অতিমারির জন্য মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল পিএসএল৷ সম্প্রতি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি শুরু হয়েছে৷ রাদারফোর্ড আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকলেও একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি৷ এর পর পিএসএল-এ করাচি কিংগস-এর হয়ে মুম্বইয়ের গ্লাভস পরেই ব্যাট করতে নামেন তিনি৷
Hey @KarachiKingsARY . Final me Rutherford ko Naya gloves dena yr...
Those two blows were Gold Dust.. All the best for the Final #MsVskk pic.twitter.com/kVvKiSndMb — Bibhu (@Bibhu237) November 14, 2020
Mumbai Indians gloves?? 👀 @mipaltan 🤦🤦🤦 pic.twitter.com/Y4oLB2Zg6d
— Diptiman Yadav (@diptiman_6450) November 14, 2020
এর পরই ট্যুইটারে রাদারফোর্ড এবং করাচি কিংগস-কে নিজের নানান মজাদার মন্তব্য ভেসে উঠতে থাকে৷ এক ক্রিকেটপ্রেমী করাচি কিংগস-এর উদ্দেশে লিখেছেন, 'দয়া করে ফাইনালে রাদারফোর্ডকে একজোড়া নতুন গ্লাভস দেবেন!' অন্য আর একজন পিএসএল-কে লিখেছেন, 'খেলোয়াড়দের নিজস্ব সরঞ্জাম দেওয়ার ক্ষমতা নেই, আবার আইপিএল-এর থেকে বড় টুর্নামেন্ট বলে দাবি করে৷ পাকিস্তান প্রিমিয়ার লিগে মনে হয় চিনে তৈরি গ্লাভস ব্যবহার করা হয়, তাই ওসবে রাদারফোর্ডের ভরসা নেই৷'
Rutherford using @mipaltan Gloves in a match of @thePSLt20 So they can't run a league with own equipments but claims to be bigger than @IPL.@KarachiKingsARY might be using Chinese Made Gloves, Which he doesn't trust.@sherfaneruther1 @Arzookazmi30#IPL2020 #AUSvIND #PSL2020 pic.twitter.com/tDRveeGvzh
— Prateek Saxena (@viratrun18) November 16, 2020
Arrival of our 👑 #King #SherfaneRutherford for the Playoffs of #HBLPSLV 👊🏻 Karachi Kings Phir Se Tayyar Hai‼️#HBLPSLV #KarachiKings #YehHaiKarachi #PhirSeTayyarHain pic.twitter.com/qGMNBAf7dG
— Karachi Kings (@KarachiKingsARY) November 11, 2020
এখানেই শেষ নয়, টুর্নামেন্টে অংশ নিতে রাদারফোর্ড পাকিস্তানে পৌঁছনোর পর তাঁর ছবি ট্যুইটারে পোস্ট করে স্বাগত জানায় করাচি কিংগস দল৷ সেখানেও দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্স-এর পোশাক এবং মাস্ক পরে রয়েছেন রাদারফোর্ড!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।