#কলকাতা: স্ত্রী হাসিন জাহানের সুইংয়ে বেসামাল তারকা ক্রিকেটার মহম্মদ শামি। পাক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ভারতীয় স্পিডস্টারের। এমনকী স্ত্রী হিসেবে হাসিনকে তাঁর প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন তিনি। লালবাজারে গিয়ে লিখিত অভিযোগ করেছেন হাসিন। ভারতীয় পেসারের বিরুদ্ধে কলকাতা পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী হাসিন জাহান ৷ বধূ নির্যাতন, মারধর, হুমকি, খুনের চেষ্টা, ধর্ষণের অভিযোগ জানিয়েছেন হাসিন ৷ শুধু তাই নয় শামির দাদার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করার জন্যেও জোর করা হয় তাকে ৷
অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে ৩০৭, ৩৭৬, ৩২৮ ও ৪৯৮এ-র মত জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ।
শামির পরিবারের আরও ৪ জন দেওর, দেওরের স্ত্রীর, শাশুড়ি,ননদের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন হাসিন ৷ ডিভোর্সের জন্য তাঁকে চাপ দেওয়া হতো বলেও জানিয়েছেন তিনি ৷
স্ত্রীর এমন বিস্ফোরণে লাইন-লেনথ হারিয়েছেন শামি। বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন এই তারকা ক্রিকেটার। স্ত্রীর এমন অভিযোগের জেরেই কি বোর্ডের চুক্তি থেকে বাদ? শুরু হয়েছে সেই জল্পনা।