#কলকাতা: চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় বোলারদের পারফরম্যান্সও যথেষ্ট নজর কাড়া ৷ টেস্ট সিরিজে বল হাতে নজর কেড়েছিলেন বাংলার পেসার মহম্মদ শামিও ৷ তবে শামি উইকেট পেলেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে খুশি নন কিংবদন্তী পাক পেসার ওয়াসিম আক্রম ৷ শামির পাশাপাশি ভারতীয় দলের আরেক পেসার বুমরাহকে ইংল্যান্ডে কাউন্টি খেলারও পরামর্শ দিয়েছেন প্রাক্তন পাক পেসার ৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় পেসারদের পারফরম্যান্স ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেটে। যা দেখে প্রভাবিত প্রাক্তন বাঁ হাতি পাক পেসার ওয়াসিম আক্রম-ও। দক্ষিণ আফ্রিকার পর এবছর বিরাটদের ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরও রয়েছে ৷ ইংল্যান্ডের সুইং কন্ডিশনে ভারতীয় পেসাররা কেমন পারফর্ম করেন, সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ওয়াসিম আক্রমও ৷
শামির রান-আপ নিয়ে আক্রম বলেন, ‘‘ শামি খুবই ভাল বোলার। কিন্তু মাঝেমধ্যে ওর রান-আপে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ওর রান-আপটা আরও দ্রুতগামী করা উচিত। আরও ক্ষিপ্রতার সঙ্গে দৌড়নো উচিত শামির।রান-আপের সময় ছন্দ পতন হয় শামির। তাই অনেক সময় ডেলিভারির আগে ছোট পায়ে দৌড়তে দেখা যায় ওকে। তাতে পেস তো কমে যায়ই, পাশাপাশি বোলিং অ্যাকশনেও কিছু সমস্যা দেখা দেয়। শরীরের উপরের অংশ কম ভারী হওয়াই ভাল ৷ কারণ তাতে পায়ের উপর জোর পড়ে ৷ ওজন ঠিকঠাক রাখতে পারলে আরও ১০ বছর খেলা চালিয়ে যেতে পারবেন শামি ৷ ’’