#ShameonICC: কেন এই সময় বিশ্বকাপ ? বৃষ্টিতে একের পর এক ম্যাচ ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা

#ShameonICC: কেন এই সময় বিশ্বকাপ ? বৃষ্টিতে একের পর এক ম্যাচ ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা

Photo Source: Twitter

  • Share this:

    #ম্যাঞ্চেস্টার: এবারের বিশ্বকাপ যেন বৃষ্টির বিশ্বকাপ ৷ অধিকাংশ ম্যাচই ভেস্তে যাচ্ছে বৃষ্টির জন্যই ৷ যা নতুন রেকর্ডও বটে ৷ ইংল্যান্ডে কেন এই সময় বৃষ্টি হচ্ছে ? তা নিয়ে এখন প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীদের থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররাও ৷ কেন মাঠগুলিতে নিকাশি ব্যবস্থা ভাল নয় ? কেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেনেও এই সময় বিশ্বকাপ রাখা হয়েছে ? এই সমস্ত প্রশ্নেই এখন ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ৷

    বৃহস্পতিবার নটিংহ্যামে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরই #শেমঅনআইসিসি(#ShameonICC) রবে গর্জে উঠেছে গোটা নেট দুনিয়া। একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে আইসিসির একাধিক সিদ্ধান্ত নিয়ে।

    সমর্থকরা এও প্রশ্ন তুলেছেন যে আইসিসি-র চোখ ধোনির গ্লাভসের দিকে না দিয়ে খেলার দিকে দেওয়া উচিৎ ৷ এমন সময় বিশ্বকাপের মতো এত বড় একটা টুর্নামেন্ট না রাখলেও হত ৷

    First published: