ঢাকা: বাংলাদেশ ক্রিকেট গত কয়েক বছরে অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছে। এখন বিশ্ব ক্রিকেটে সমীহের জায়গা আদায় করে নিয়েছে তাঁরা। শুধু শাকিব আল হাসান নন, একাধিক ক্রিকেটার রয়েছেন, যাঁরা নিজেদের দিনে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখে। নাঈম, সৌম্য, মাহমুদুল্লাহ, আফিফ, নুরুল, শরিফুল যথেষ্ট দক্ষ ক্রিকেটার। টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ আক্রমনাত্মক খেলায় বিশ্বাসী।
আসন্ন বিশ্বকাপগুলোতে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে শাকিব বলেছেন, ‘আমার কাছে মনে হয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভাল করার সম্ভাবনা বেশি।’ তিনি আরও বলেন, ‘এমন না যে ২০২২-র টায় সুযোগ নেই। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়াতে খেলা হওয়ায় আমাদের জন্য একটু কঠিন হওয়া স্বাভাবিক। সে তুলনায় আরব আমিরাত ও ভারত আমাদের পরিচিত জায়গা। সুতরাং আমাদের জন্য ভাল করার সুযোগ এ দুই বিশ্বকাপে বেশি। সুযোগ একটু বেশি থাকবে।’
সেই ভালর মাত্রাটা কেমন? কত দূর পর্যন্ত যেতে পারে বাংলাদেশ? শাকিবের উত্তর, ‘ছন্দে থেকে ভাল ক্রিকেট খেলতে পারলে সেরা চারে যাওয়া অসম্ভব হবে না। আমরা তো এখন পরিণত দল। ক্লিক করলে আরও বেশি কিছুর চিন্তা করা যেতে পারে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের সিরিজ। শেষবার ইংল্যান্ডের মাটিতে একদিনের বিশ্বকাপ দুর্দান্ত পারফর্ম করেছিলেন শাকিব। আরব আমিরশাহীর মাঠে ফের একবার নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, Shakib Al Hasan