হোম /খবর /খেলা /
সচিনের ছেলের জন্য গর্বিত শাহরুখ! দিল খোলা ভালোবাসা জানালেন 'পাঠান'

SRK on Arjun: সচিনের ছেলের জন্য গর্বিত শাহরুখ! দিল খোলা ভালবাসা জানালেন 'পাঠান'

অর্জুনকে শাহরুখের ভালোবাসা

অর্জুনকে শাহরুখের ভালোবাসা

  • Share this:

মুম্বই: অর্জুন তেন্ডুলকারের জন্য আজ গর্বিত শাহরুখ খান। বলিউড বাদশা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে ছেলেটাকে ছোট থেকে বড় হতে দেখেছি সে আইপিএল খেলছে, তাও আমার দল কেকেআরের বিপক্ষে - এই আনন্দ ভাষায় বর্ণনা করতে পারব না। অর্জুনকে দেখে আনন্দ পেলাম, মনটা খুশিতে ভরে গেছে। আইপিএলে চূড়ান্ত পেশাদারিত্ব এবং লড়াই থাকবে সেটা জানি।

কিন্তু আজ বাবা হিসেবে সচিন আমার পুরনো বন্ধু কতটা আনন্দিত ভেতর ভেতর বুঝতে পারছি। অর্জুনের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। অর্জুন তেন্ডুলকারের বোলিং দেখে খুশি বীরেন্দ্র সেহওয়াগ। সচিন পুত্রের বল করার ভঙ্গি এবং সুইং করানোর ক্ষমতা আছে দেখার মত। উচ্চতা ভাল। বাঁহাতি সিমার হওয়ার কারণে ভবিষ্যতে সম্পদ হতে পারেন।

বীরু জানিয়েছেন অর্জুন তেন্ডুলকরকে টানা ম্যাচ খেলিয়ে যেতে হবে। তবেই নিখুঁত হবে ও। পাশাপাশি অর্জুনের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় পেসার শ্রীসন্থ। আইপিএলে অভিষেক হল সচিন পুত্র অর্জুনের। রবিবার দুপুরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আর্শাদ খানের জায়গায় মাস্টার ব্লাস্টার্সের ছেলেকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন মুম্বই টিম ম্যানেজমেন্ট।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ২৩ বছর বয়সী বাহাতি জোরে বোলার অর্জুন তেন্ডুলকারের হাতে দলের ক্যাপ তুলে দেন। যদিও অভিষেকে ছাপ রাখতে পারলেন না অর্জুন। ২ ওভার বল করে ১৭ রান দিলেন তিনি। পাননি কোনো উইকেট। পাওয়ার প্লেতেই এই দুই ওভার বল করেন তিনি। পরে আর তাকে ফিরিয়ে আনেননি এ ম্যাচের অধিনায়ক সূর্যকুমার যাদব। হয়তো প্রথম ম্যাচে তাকে বেশি কঠিন পরীক্ষার সামনে ফেলতে চাননি তিনি।

শাহরুখ খান সব সময় তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিয়ে আসেন। সচিনের ছেলে এবং তার ছেলেরা বড় হয়েছেন একই শহরে, কয়েক কিলোমিটারের মধ্যে। তাই আজ কেকেআরের বিরুদ্ধে অর্জুন খেললেও শাহরুখ 'পাঠান 'খান মন থেকে গর্বিত।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Arjun Tendulkar, Shahrukh Khan