#করাচি: ধর্ম বড় নাকি মানুষ ? খিদে বড় নাকি উপাচার? প্রশ্ন অনেক, বিতর্ক অনেক ৷ তবে অতিমারীর কাছে এসব ধর্ম, উপাচার, পুজো, নামাজ, প্রার্থনা সবই নিমিত্তমাত্র ৷ করোনা প্রকোপে যখন গোটা বিশ্ব নাজেহাল ৷ লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেল ৷ লক্ষ লক্ষ মানুষ ৷ অনাহারে ৷ ঠিক সেই সময় মানবিকতাই আসল ৷
সেই মানবিকতার পরিচয়ই দিল জনপ্রিয় ক্রিকেটার শাহিদ আফ্রিদি ৷ সম্প্রতি পাকিস্তানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পৌঁছে দুঃস্থদের খাবার বিতরণ করলেন আফ্রিদি ৷ তাঁর এই উদ্যোগ গোটা বিশ্বে সম্প্রীতির নজির গড়েছে ৷
ট্যুইটারে শাহিদ আফ্রিদি লিখলেন, ‘হোপ নট আউট ৷ আমরা সবাই একজোট হয়েছি ৷ একজোট হয়েই মোকাবিলা করে চলেছি করোনা বিরুদ্ধে ৷’ সঙ্গে লক্ষ্মীনারায়ণ মন্দিরে খাবার বিতরণের ছবিও পোস্ট করলেন আফ্রিদি ৷
দেখুন সেই ট্যুইট---
We are in it together and we shall prevail together. Unity is our strength. Visited Sri Lakshmi Narain mandir along with @JK555squash President @SAFoundationN to deliver essential food items. Ensuring #HopeNotOut پاکستان بھر تک, آپ کے گھر تک https://t.co/KGY2Gs2zUr pic.twitter.com/1VpOhSkc8L
— Shahid Afridi (@SAfridiOfficial) May 10, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hindu People In Pakistan, Hindu Temple, News, Pakistan, Pakistan Corona News, Pakistan Corona Update, Shahid Afridi, Shahid Kapoor