#করাচি: সলমন বাট, মহম্মদ আমের, মহম্মদ আসিফদের স্পট-ফিক্সিংয়ে জড়ানোর ঘটনা ক্রিকেটপ্রেমীরা আজও ভুলতে পারেননি ৷ ২০১০ সালে কলঙ্কিত হয়েছিল পাকিস্তান ক্রিকেট ৷ অনেকেরই ধারণা ছিল শাহিদ আফ্রিদিই সেই কথা ফাঁস করেছিলেন ব্রিটিশ সংবাদপত্রের কাছে ৷ সলমন বাটরাও নাকি সেটাই মনে করতেন ৷ কিন্তু এত বছর পর স্পট-ফিক্সিংয়ের প্রসঙ্গ উঠতেই আফ্রিদি বলেন, তিনি কখনই কোনও সংবাদপত্রের কাছেই স্পট-ফিক্সিংয়ের ঘটনা ফাঁস করেননি ৷ বরং তাঁর এক বন্ধু এই কাজটা করেছিলেন তাঁকে না জানিয়েই ৷
নিজের আত্মজীবনি ‘গেম চেঞ্জার’-এ স্পট-ফিক্সিংয়ের কথা আগেই উল্লেখ করেছিলেন আফ্রিদি ৷ কিন্তু ট্যাবলয়েড ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’-কে তিনি যে কোনওরকম কথা ফাঁস করেননি সেইসময় সেটা আরও একবার জানালেন আফ্রিদি ৷ একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘‘স্পট-ফিক্সিংয়ে জড়িত আমের-আসিফরা আজও হয়তো ভাবে যে লালা (আফ্রিদি)-ই তাঁদের কীর্তির কথা ফাঁস করেছে। কিন্তু একেবারেই এই ধারণা মিথ্যে। ইংল্যান্ডে আমার এক ঘনিষ্ট বন্ধু আমাকে না জানিয়েই ব্রিটিশ সংবাদপত্রকে এই তথ্য দেয়। দীর্ঘ তদন্তের পরে সেই খবর ছাপায় সেই সংবাদপত্র।’’