#পেশওয়ার: শিরোনাম দেখে চমকে গিয়েছেন নিশ্চই! না, বিষয়টি একেবারেই গোলমেলে নয়৷ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদির (Shahid Afridi) বড় কন্যা আকসা আফ্রিদি বিয়ে করতে চলেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi)৷ দুই আফ্রিদি এবার আত্মীয়তার সূত্রে আবদ্ধ হতে চলেছেন৷ রবিবার ট্যুইট করে এমনটাই টি-২০ বিশ্বকাপ জয়ী আফ্রিদি৷
Shaheen's family approached my family for my daughter. Both families are in touch, matches are made in heaven, if Allah wills this match will be made too. My prayers are with Shaheen for his continued success on and off the field.
— Shahid Afridi (@SAfridiOfficial) March 7, 2021
আফ্রিদি ট্যুইটারে লিখলেন, "শাহিনের পরিবারের পক্ষ থেকেই প্রস্তাব আসে আমার মেয়ের জন্য৷ দুই পরিবারের মধ্যেই কথোপকথন চলছে৷ ম্যাচেস আর মেড ইন হেভেন৷ আল্লাহ চাইলে খুব জলদি এই জুটি তৈরি হবে৷ আমার প্রার্থনা শাহিনের মাঠে ও মাঠের বাইরের সাফল্যের জন্য রইল৷
আফ্রিদির পাঁচ কন্যা রয়েছে৷ এর মধ্যে বড় আকসা, এরপর আনশা, আজওয়া, আসমারা ও আরওয়া৷ হবু শ্বশুর ও হবু জামাই কিন্তু পাকিস্তান সুপার লিগে এক সঙ্গেই খেলেছেন৷ চলতি মরসুমে করোনার কারণে পিএসএল অনির্দিষ্ট কারণে স্থগিত হয়ে যায় যদিও৷ শাহিদ আফ্রিদি মুলতান্স সুলতান্সের হয়ে খেলেছেন৷ অন্যদিকে শাহিনের দল ছিল লাহোর কালান্দারস৷ এখন দেখার আকসা ও শাহিনের চার হাত কবে এক হয়!