Home /News /sports /

এবার পঞ্চম কন্যা, নাম রাখতে হিমসিম শাহিদ আফ্রিদি, ভক্তদের বললেন নাম পাঠান, পুরস্কার জিতুন

এবার পঞ্চম কন্যা, নাম রাখতে হিমসিম শাহিদ আফ্রিদি, ভক্তদের বললেন নাম পাঠান, পুরস্কার জিতুন

ভক্তদের উদ্দেশ্যে শাহিদ লিখেছেন যে...

 • Share this:

  #ইসলামাবাদ: পঞ্চম কন্যার বাবা হলেন শাদিহ আফ্রিদি৷ গতকালই এই খুশির খবর জানিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার৷ তবে এবার মেয়ের নাম রাখতে গিয়ে রীতিমতো হিমসিম খাচ্ছেন তিনি৷ এর আগে তার চার কন্যার নাম A দিয়ে রাখা হয়েছে৷ সেই তাল মিলিয়ে এবার ছোট মেয়ের নামও রাখা হবে A অক্ষর দিয়েই৷ কিন্তু কী নাম রাখবেন শাহিদ৷ ইতিমধ্যেই চারটি নাম তো ব্যবহার করা হয়ে গিয়েছে৷ আবারও মেয়েরই নাম, একই অক্ষর দিয়ে, তাই কিছুটা চাপে তিনি ও তার পরিবার৷ সরাসরি এবার ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে সাহায্য চাইলেন তিনি৷ তাদের থেকেই মেয়ের নাম চাইলেন শাহিদ আফ্রিদি৷

  ভক্তদের উদ্দেশ্যে শাহিদ লিখেছেন যে তার মেয়েদের নাম A দিয়ে শুরু হয়৷ তাই এবারও তার ব্যতিক্রম হবে না৷ এই মতো কিছু নাম পাঠাও তোমরা৷ যেই নাম পছন্দ হবে, সেটাই বেছে নেওয়া হবে৷ তবে এটা বিনামূল্যে নয়৷ এর জন্য তিনি পুরস্কারও দেবেন তিনি৷ এভাবেই বেশ কিছু নাম তিনি নিজেই লিখেছেন৷ নামগুলি হল #Aqsa#Ansha#Ajwa#Asmara#A....

  অকসা, অনশা, আজওয়া, আসমারা এই নামগুলি তার চার কন্যার৷ এবার এর সঙ্গেই যুক্ত হবে আরও এক কন্যার নাম৷ তাই আফ্রিদির ভক্ত হলে, শীঘ্রই তার কাছে পাঠিয়ে দিন মানানসই নাম আর জিতে নিন পুরস্কার৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Daughter, Shahid Afridi

  পরবর্তী খবর