• Home
  • »
  • News
  • »
  • sports
  • »
  • Bengal Cricket Team: বাংলা ক্রিকেট দলেও করোনার হানা, আক্রান্ত কোচ ক্রিকেটার সহ ৭ জন

Bengal Cricket Team: বাংলা ক্রিকেট দলেও করোনার হানা, আক্রান্ত কোচ ক্রিকেটার সহ ৭ জন

বঙ্গ ক্রিকেটেও করোনার হানা৷ Photo-PTI

বঙ্গ ক্রিকেটেও করোনার হানা৷ Photo-PTI

করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হতেই ক্রিকেটারদের আরটি- পিসিআর টেস্ট করিয়েছিল সিএবি (Bengal Cricket Team)৷

  • Share this:

#কলকাতা: বাংলা ক্রিকেট দলেও (Bengal Cricket Team) এবার করোনার হানা৷ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে আক্রান্ত দলের সাত জন সদস্য৷ আগামী ১৩ তারিখ থেকে রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022) শুরু হওয়ার কথা৷ পরিস্থিতি যা, তাতে নির্দিষ্ট সময়ে টুর্নামেন্ট শুরু করা যাবে কি না তা নিয়েই সংশয় দেখা দিল৷

করোনা সংক্রমণের হার (West Bengal Covid 19 Situation) ঊর্ধ্বমুখী হতেই ক্রিকেটারদের আরটি- পিসিআর টেস্ট করিয়েছিল সিএবি৷ তার ফলাফল আসতেই ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মধ্যে সাতজনের করোনা ধরা পড়ে৷ সিএবি-র সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছেন৷

আরও পড়ুন: রাজ্যে ১৫ থেকে ১৮ বয়সিদের টিকাকরণ আগামিকাল! কোন কোন স্কুলে দেওয়া হবে টিকা? জানুন...

সিএবি সূত্রে খবর, আক্রান্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়ের মতো দলের সিনিয়র সদস্যরাও৷ এ ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন ক্রিকেটার গীত পুরী, প্রদীপ্ত প্রামাণিক, সুরজিৎ যাদব, কাজী জুনেইদ সফি৷ দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়িও করোনায় আক্রান্ত হয়েছেন৷

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ শিখর ধাওয়ানের অগ্নিপরীক্ষা

যদিও ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের প্রত্যেকেই উপসর্হহীন ছিলেন বলে সিএবি সূত্রে খবর৷ গতকাল তাঁরা ম্যাচও খেলেছেন৷ রিপোর্ট আসার পরই অবশ্য আক্রান্ত ক্রিকেটাররা এবং সহকারী কোচ সৌরাশিস লাহিড়ি নিভৃতবাসে চলে গিয়েছেন৷

এই পরিস্থিতিতে বাকি ক্রিকেটারদের নিয়ে দলের অনুশীলন চালানো হবে কি না সে বিষয়ে আগামিকাল সিদ্ধান্ত নেওয়া হবে৷ সিএবি-র প্রথম, দ্বিতীয় শ্রেণির সব ম্যাচ এবং জেলা স্তরের টুর্নামেন্টগুলি চালানো হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী মঙ্গলবার জরুরি বৈঠক ডাকা হয়েছে৷

Published by:Debamoy Ghosh
First published: