কলকাতা: সার্জিও লোবেরাকে নিয়ে হঠাৎ করেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে। স্প্যানিশ ম্যানেজার শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে আসবেন কিনা এই নিয়ে প্রচুর কানাঘুষ শোনা যাচ্ছে। লোবেরাকে নাকি বিরাট প্রস্তাব দিয়েছে ওড়িশা এফসি এই খবর বাজারে ছড়িয়েছে। তবে কতটা সত্যি বলা যাচ্ছে না। ইস্টবেঙ্গলের কর্মকর্তা এবং সমর্থকরা নিশ্চিত ছিলেন ভারতের সেরা কোচ লাল হলুদ ক্লাবে আসবেন।
আশা যে পুরোপুরি চলে গেছে সেটা যেমন বলা যাচ্ছে না, তেমনই লোবেরা নিয়ে অনিশ্চয়তা প্রবল হচ্ছে সেটাও সত্যি। পরপর ব্য়র্থতার পর ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ পরবর্তী মরসুমে ভারতে কোচিং করিয়ে খেতাব জয়ের অভিজ্ঞতা রয়েছে এমন কোচকেই দায়িত্ব দিতে আগ্রহী ছিল। সার্জিও লোবেরা মুম্বই সিটির হয়ে লিগ শিল্ড ও আইএসএল উভয়ই জিতেছেন, আবার তত্ত্বাবধানেই এফসি গোয়াও লিগ শিল্ড ও সুপার কাপ খেতাব জেতে।
Sergio Lobera Is Being Chased By Odisha Fc Alongside East Bengal Fc, There Is A Tough Race For The Coach Currently, This Will Likely Be A 50-50 Deal Due To The Current Scenario↔️ Now Let's See Who'll Pull This Signing Off👀🤔#Transfers #JoyEastBengal #Exclusive #JuniTheAnalyst pic.twitter.com/PCaIEBy5RY
— Junius Dominic Robin (@JuniTheAnalyst) April 6, 2023
লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল লাল হলুদ। আসলে জল কোন দিকে গড়ায় তার জন্য আগামী ৪৮ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। একান্তই যদি লোবেরা না আসেন সেক্ষেত্রে বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করা কোচ স্প্যানিশ কার্লোস কুয়াড্রাতের সম্ভাবনা আছে বলা যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal