#কলকাতা: ক্যানসার রোগীদের চিকিৎসার সাহায্যে এবার এগিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ টাটা মেডিক্যাল সেন্টারের অঙ্কোলজি কেয়ার ইউনিটের সম্প্রসারণ প্রকল্পে অর্থ তুলতে Ramp-এও হাঁটবেন তিনি। শুক্রবারই হবে এই অনুূষ্ঠান ৷ ক্যানসার প্রসঙ্গ উঠলেই নিজের একসময়ের সতীর্থ যুবরাজ সিং-য়ের কথাই বারবার মনে পড়ে যায় মহারাজের ৷ তিনি বলেন, ‘‘ যুবরাজ যে ভাবে সেরে উঠে আবার ক্রিকেটে ফিরে এসেছে তাতে প্রচণ্ড খুশি হয়েছি। কিন্তু এক সময় সেটা অসম্ভব ভেবেছিলাম। দীর্ঘ দিন ধরে ওকে খুব কাছ থেকে চিনি। ওকে এই রোগের জন্য কষ্ট পেতেও দেখেছি।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cancer Treatment, Oncology Care, Ramp Show, Saurav Ganguly, Tata Medical Centre