হোম /খবর /খেলা /
ভারতের সাহায্য চায় সৌদি, সবথেকে দামি টি ২০ লিগ চালু করার স্বপ্ন প্রিন্স সলমনের

ভারতের সাহায্য চায় সৌদি, সবথেকে দামি টি ২০ লিগ চালু করার স্বপ্ন প্রিন্স সলমনের

আইপিএল স্টাইলে লিগ চায় সৌদি আরব

আইপিএল স্টাইলে লিগ চায় সৌদি আরব

  • Share this:

রিয়াদ: ভারতীয় ক্রিকেট কর্তাদের সাহায্য চায় সৌদি আরব। আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআই তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে, ভবিষ্যতেও বলবে। উপসাগরীয় অঞ্চলে বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনা থেকে আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে সৌদি সরকারের প্রতিনিধিদল। ভারতের খেলোয়াড়েরা প্রস্তাবিত এ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন কিনা, সে বিষয়েও আলোচনা হয়েছে।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ভারতের কোনো ক্রিকেটার বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে অংশ নিতে পারবেন না। আর যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে আইসিসি ও সদস্যদেশগুলোর অনুমোদনও লাগে। তবে সৌদি আরবে এই ক্রিকেট লিগ চালু হলে বিসিসিআই কিছু ক্রিকেটারকে অনুমতি দিলেও দিতে পারে।

আরও পড়ুন - Mohun Bagan: মোহনবাগানের সামনে আজ জামশেদপুর, জিতে শেষ চার পাকা করতে চান হুয়ান

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে সৌদি আরবের ক্রিকেটে আগ্রহী হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। সাম্প্রতিক বছরগুলোয় খেলাধুলায় বিনিয়োগ করছে সৌদি আরব সরকার। ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে আন্তর্জাতিকভাবে নিজেদের ইমেজ বাড়ানোর চেষ্টা করছে আরব দেশটি। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারতের জন্য পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চায় সৌদি আরব।

দেশটি আইসিসির সহযোগী সদস্য হলেও ভাল স্টেডিয়াম নেই ক্রিকেটের জন্য। গত মাসে আরব নিউজকে সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ বলেছেন, আমরা টেকসই অবকাঠামো বানাতে চাই, যেন বৈশ্বিক ক্রিকেটের কেন্দ্রবিন্দু হয় সৌদি আরব। এরই মধ্যে ফর্মুলা ওয়ান আয়োজন করেছে দেশটি।

তাদের সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান কিনেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকা খেলছেন সৌদির ঘরোয়া লিগে। গুঞ্জন আছে, লিওনেল মেসিকেও নাকি বছরে চার হাজার কোটি টাকার লোভনীয় পারিশ্রমিকে কিনতে চায় সৌদির ক্লাব আল-হিলাল।

আর সৌদি সরকারি মালিকানাধীন তেল-গ্যাসের প্রতিষ্ঠান আরামকোর সঙ্গে আইসিসি ও বিসিসিআইয়ের স্পনসর চুক্তিও আছে। গত ফেব্রুয়ারিতে আইপিএলের সঙ্গে পার্টনারশিপ চুক্তিও করেছে সৌদি পর্যটন কমিশন। তাই সৌদি লিগে প্রয়োজন হলে নিজেদের নিয়ম বদল করে ক্রিকেটার ছাড়ার ব্যাপারটা গ্রিন সিগন্যাল দিতে পারে বিসিসিআই।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: IPL 2023, Saudi Arabia