• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • বর্ণবিদ্বেষী মন্তব্যে বিতর্ক চলছেই, দেশে ফিরে এবার শোয়েবকে একহাত নিলেন সরফরাজ

বর্ণবিদ্বেষী মন্তব্যে বিতর্ক চলছেই, দেশে ফিরে এবার শোয়েবকে একহাত নিলেন সরফরাজ

 • Share this:

  #লাহোর: ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তে তাঁর বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য অনেক বিতর্ক হয়েছে ৷ এর জন্য দেশে ফিরে ক্ষমাও চেয়ে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ৷ কিন্তু প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের মন্তব্য এই বিতর্কে ঘি ঢেলেছে ৷ যার জবাবে একটা ভিডিও টুইটারে পোস্টও করেছেন সরফরাজ ৷

  তাঁকে ‘ব্যক্তিগত আক্রমণ’ করার জন্য একহাত নিলেন শোয়েব আখতারকে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আন্দিলে ফেহলুকায়োকে উর্দুতে ‘কালো’ বলেছিলেন সরফরাজ ৷ যা স্টাম্প মাইক্রোফোনে ধরাও পড়ে ৷ এর জন্য পাক অধিনায়ককে দেশেও ফিরে আসতে বলা হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ৷

  ফেহলুকায়োর সঙ্গে দেখা করে ক্ষমা চাওয়ার পরেও বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য চার ম্যাচ সাসপেন্ড হতে হয়েছে পাক অধিনায়ককে ৷ এরই মধ্যে শোয়েব আখতারের একটা মন্তব্য একেবারেই মেনে নিতে পারছেন না সরফরাজ ৷  সরফরাজের উদ্দেশে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, “একজন পাকিস্তানি হিসেবে এটা কোনও মতেই মানতে পারছি না। আমার মনে হয় মুহূর্তের উত্তেজনায় ও এটা বলে বসেছে। এর জন্য ওর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।” শোয়েবকে এর জবাবও দিয়েছেন সরফরাজ ৷ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্টও করেছেন পাক অধিনায়ক ৷ সেটা কী, দেখে নিন ৷

  First published: