হোম /খবর /খেলা /
স্মৃতি, রিচাদের এবার বিশেষ ক্লাস নিলেন সানিয়া মির্জা, দিলেন বিরাট উপদেশ

Sania Mirza, RCB: স্মৃতি, রিচাদের বিশেষ ক্লাস নিলেন সানিয়া মির্জা, দিলেন বিরাট উপদেশ

সানিয়ার ক্লাসে আরসিবির মহিলা ক্রিকেটাররা

সানিয়ার ক্লাসে আরসিবির মহিলা ক্রিকেটাররা

  • Share this:

মুম্বই: আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন দলের সঙ্গে সানিয়ার যোগ দেওয়া নিয়ে বলেন, কোন খেলা থেকে তুমি উঠে এসেছ সেটা বড় কথা নয়, কীভাবে চাপ সামলাতে হয় সেটা জানাটাই আসল। মহিলাদের খেলাধুলোতে সানিয়া একজন বড় আদর্শ। ছ'বারের গ্র্যান্ড স্লামজয়ী সানিয়া মির্জা সদ্য টেনিসকে অবসর জানিয়েছেন। দুবাই থেকে দেশে ফিরেই তিনি হাজির হয়েছে আরসিবি শিবিরে।

স্মৃতি, রিচা, রেনুকা থেকে শুরু করে সোফি ডিভাইন, এলিস পেরি, মেগান শুটদের মতো বিদেশি ক্রিকেটারদের সানিয়া বলেছেন, ক্রিকেট তার খেলা নয়। কিন্তু তিনি এই খেলা ফলো করেন। আসলে একজন সফল মহিলা অ্যাথলিটকে আন্তর্জাতিক মঞ্চে দীর্ঘদিন সফল থাকতে গেলে কিভাবে সংবাদ মাধ্যমের চাপ এবং স্পন্সরদের সামলাতে হয় সেসব দীর্ঘ কুড়ি বছর ধরে জেনে এসেছেন তিনি।

তাই কারও কোনও সাহায্য লাগলে সানিয়া সব সময় পাশে থাকবেন। এমনকি তিনি যদি দেশে নাও থাকেন তার ফোনে চ্যাট করে উপদেশ নিতে পারবেন ক্রিকেটাররা। পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন গত সপ্তাহে। তবুও সংসার ছাড়াও নিজেকে জড়িয়ে রাখতে চান বিভিন্ন কাজে। পয়সা দেখে যাতে ভারতীয় মেয়েদের মাথা তাড়াতাড়ি ঘুরে না যায় সেদিকে সতর্ক থাকতে বলেছেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল।

শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেট নয়, দেশের জার্সিতেও কিভাবে মেয়েরা চাপ সামলাবে এই নিয়ে নিজের মতামত দিয়েছেন সানিয়া। রবিবার, ৫ মার্চ রয়েছে আরসিবির প্রথম ম্যাচ। তাঁর আগে স্মৃতি মান্ধানা হেথার নাইটদের পেপটক দিলেন মেন্টর সানিয়া মির্জা।

সানিয়া এর আগেই ভবিষ্যতের টেনিস খেলোয়াড় তুলে আনার জন্য একটি একাডেমি তৈরি করেছেন। ভারতের মা-বাবাদের কাছে তার অনুরোধ এবং আবেদন পেশাদার খেলাও যে মেয়েদের ক্যারিয়ার হতে পারে এটা নিশ্চিত করে জানুন। যে সম্মান খেলাধুলায় দেশকে এনে দেওয়া যায় সেটা লেখাপড়া চেয়ে বেশি বরং কম নয়।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: RCB, Sania Mirza, Wpl 2023