হোম /খবর /খেলা /
`বিরাট স্কুলের হেডমাস্টার, বাবর মেধাবী স্টুডেন্ট'! পার্থক্য বোঝালেন সালমান

`বিরাট স্কুলের হেডমাস্টার, বাবর মেধাবী স্টুডেন্ট'! দুজনের পার্থক্য বোঝালেন প্রাক্তন পাক তারকা

বাবর গ্রেট, কোহলি গ্রেটেস্ট বলছেন প্রাক্তন পাকিস্তানি

বাবর গ্রেট, কোহলি গ্রেটেস্ট বলছেন প্রাক্তন পাকিস্তানি

Salman Butt says Babar Azam still needs to perform his best in order to be compared to Virat Kohli. বিরাট স্কুলের হেডমাস্টার, বাবর মেধাবী স্টুডেন্ট! দুজনের পার্থক্য বোঝালেন প্রাক্তন পাক তারকা

  • Share this:

#করাচি: বিরাট কোহলি আর বাবর আজম। শেষ কয়েক বছরে পাকিস্তানের অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যানের সঙ্গে প্রতিমুহূর্তে তুলনা চলে কিং কোহলির। সেটা যে করা অন্যায় এমনটা নয়। শেষ ১০ বছরের উপর বিশ্ব ক্রিকেটকে যদি ব্যাট হাতে শাসন করে থাকেন কোহলি, তাহলে শেষ চার বছর ধুমকেতুর মতো উঠে এসেছেন বাবর।

সম্প্রতি আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। অতীতে বিরাট কোহলিও হয়েছিলেন। তবে বিরাট কোহলি হতে গেলে বাবরকে এখনও অনেক পথ অতিক্রম করতে হবে বলে দিয়েছেন সালমান বাট। পাকিস্তানের প্রাক্তন ওপেনার সালমান জানিয়েছেন বাবর নিঃসন্দেহে স্বপ্নের ব্যাটিং করছেন। পাকিস্তানকে গর্বিত করেছেন। সব ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন।

আরও পড়ুন - দুরন্ত জয়ে ৩ নম্বরে মোহনবাগান, জোড়া গোলে ওড়িশা বধের নায়ক দিমিত্রি

অধিনায়ক হিসেবে তৈরি হচ্ছেন। কিন্তু সালমান মনে করেন বাবর আজম বিরাট কোহলি হতে গেলে আরো তিনটে বছর ধারাবাহিক খেলতে হবে। রান তাড়া করে ম্যাচ জেতাতে হবে। অস্ট্রেলিয়া গিয়ে একাধিক টেস্ট সেঞ্চুরি করতে হবে। তবেই বিরাটের সঙ্গে তুলনা টানা সম্ভব। সালমান মনে করিয়ে দিয়েছেন বিরাট কোহলি সব সময় পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক পারফর্ম করেন।

বাবরকে সুযোগ পেলেই সেটা করে দেখাতে হবে। বড় ম্যাচের চাপ নেওয়ার ক্ষমতা তৈরি করতে হবে বিরাট কোহলি হতে গেলে। সালমান মনে করেন মানুষ বিরাটের সঙ্গে বাবরকে তুলনা করে সঠিক কাজ করেন না। কারণ দুজন দু'রকম স্টাইলের ক্রিকেটার। বাবর কোহলির মত ফিট নন। সিঙ্গল, ডবল খুব বেশি নিতে পারেন না। সেট হতে টাইম লাগে।

কিন্তু বাবরের টেকনিক এবং কোয়ালিটি নিয়ে কথা হবে না। সেখানে ক্রিকেটার হিসেবে বিরাট অনেক ফিট এবং আগ্রাসী। সব মিলিয়ে সালমান জানিয়েছেন বিরাট কোহলি স্কুলের হেডমাস্টার, বাবর সেই স্কুলের মেধাবী ছাত্র। তাই বাবরকে ছাত্র থেকে মাস্টার হতে গেলে আর কয়েকটা বছর ধারাবাহিক পারফর্ম করতে হবে। বছর শেষে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে অবশ্য বাবর যথেষ্ট ভাল খেলবেন আশাবাদী বাট।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Babar Azam, Virat Kohli