#মুম্বই: মে ২৬ ৷ এই তারিখটা এখন থেকেই মোবাইলে বা কোথাও সেভ করে নিন ৷ বলিউডে এখন চলছে বায়োপিকের জমানা ৷ বিশেষ করে ক্রিকেট-কুস্তির মতো খেলা নিয়ে বায়োপিকই এখন ‘ইন’ ৷ নীরজ পাণ্ডের ‘ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ বা আমির খান অভিনীত ছবি ‘দঙ্গল’-ই তা প্রমাণ করেছে ৷ দেশের ‘ভারতরত্ন’ ক্রীড়াবিদ সচিন তেন্ডুলকরকে নিয়ে তৈরি বায়োপিক এবার শীঘ্রই মুক্তি পেতে চলেছে ৷ ছবি রিলিজের তারিখ নিজেই ট্যুইট করে সোমবার জানালেন মাস্টার ব্লাস্টার ৷ ছবির নাম ‘সচিন: এ বিলিয়ন ড্রিমস’ ৷
সচিন এদিন ট্যুইট করেছেন, ‘‘ সবাই যে প্রশ্ন আমাকে এতদিন ধরে করেছে, তার উত্তর হল এটা ৷ দিনটা মার্ক করে রাখুন আপনার ক্যালেন্ডারে ৷ সচিন ছবি মুক্তি পাচ্ছে ২৬.০৫.২০১৭-এ ’’ ৷ বলিউডের অন্যান্য ছবির মতো এখন দেখার, সচিনের বায়োপিকও মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সব রেকর্ড ভেঙে দিতে পারে কী না ৷
The answer to the question that everyone's asking me is here. Mark your calendars and save the date. @SachinTheFilm releases 26.05.17 pic.twitter.com/aS0FGNjGKY
— sachin tendulkar (@sachin_rt) February 13, 2017
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Biopic, Sachin Tendulkar, Sachin: A Billion Dreams, সচিন তেন্ডুলকর