Home /News /sports /
‘‘ মাঠে নেমে সেঞ্চুরি করাটা অভ্যাস করে ফেলেছে বিরাট...’’: সচিন

‘‘ মাঠে নেমে সেঞ্চুরি করাটা অভ্যাস করে ফেলেছে বিরাট...’’: সচিন

Photo: AP

Photo: AP

ভারত অধিনায়কের একের পর এক দুর্দান্ত ইনিংস দেখতে দেখতে এখন উচ্ছ্বসিত স্বয়ং মাস্টার ব্লাস্টার ৷

 • Share this:

  #কেপটাউন: অবতক ৫৫ ! হ্যাঁ ওয়ান ডে-তে ৩৪টা সেঞ্চুরির পাশাপাশি সবমিলিয়ে ৫৫টা সেঞ্চুরি করাও হয়ে গেল বিরাট কোহলির ৷ ভারত অধিনায়কের একের পর এক দুর্দান্ত ইনিংস দেখতে দেখতে এখন উচ্ছ্বসিত স্বয়ং মাস্টার ব্লাস্টার ৷ তবে শুধু সচিনই নন, কোহলিতে মজে অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও ৷ বুধবার বিরাটের ইনিংস দেখার পর সচিনের টুইট, ‘‘ মাঠে নেমে সেঞ্চুরি করাটা এখন এই ছেলেটার কাছে একটা রুটিন হয়ে গিয়েছে। ৩৪তম ওয়ান ডে সেঞ্চুরি করার জন্য অভিনন্দন বিরাট কোহলি। এ ভাবেই রান করে যাও।’’

  কেপ টাউনে ১২৪ রানে জিতে সিরিজে ৩-০ এগিয়ে যাওয়ার পরে স্বভাবতই খুশি কোহলি ৷ তিনি বলেন, ‘‘ সফরের শুরুটা আমার জন্য ভাল যায়নি। কিন্তু আমি জানতাম প্রতি ম্যাচে লড়াই করতে গেলে আমাকে রান করে যেতেই হবে। সব থেকে ভাল লাগছে এটা ভেবে যে আমার রানগুলো দলকে জিততে সাহায্য করছে। আজ প্রথম দিকে খুব সুন্দর বল আসছিল ব্যাটে। কোনও সমস্যাই হচ্ছিল না। কিন্তু ৩০ ওভারের পর থেকে রান করা কঠিন হয়ে যাচ্ছিল। তাই আমরা টার্গেট স্কোর মোটামুটি ২৮০-২৯০ রানে নামিয়ে আনি। আমি চেয়েছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকতে।’’

  First published:

  Tags: 3rd ODI, Capetown, Sachin Tendulkar, Virat Kohli

  পরবর্তী খবর