#মুম্বই: জ্যামে আটকে ছিলেন তিনি। গাড়িতে বসে কী করবেন! সচিন তেন্ডুলকর যা করলেন, ভাইরাল হল নিমেশে।
হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় মারাঠি গানে গলা মেলালেন সচিন তেন্ডুলকর। মাতলেন সুরে।
সচিন তেন্ডুলকার সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে সক্রিয় সেলিব্রিটিদের একজন। মাঝেমধ্যেই তাঁর ভক্ত এবং অনুগামীদের চমকে দেন তিনি। কখনও রান্নাঘরে ঢুকে পড়েন নতুন পদ রাঁধতে। কখনও আবার গভীর অরণ্য থেকে ভিডিও পোস্ট করেন।
আরও পড়ুন- চাষিদের ব্যবহার করা স্প্রে এবার আইপিএলের মাঠে, বিরাট সমস্যার সমাধান
এবার একটি মারাঠি গানে গলা মেলালেন সচিন। ভিডিও পোস্ট করলেন ফেসবুক ও টুইটারে। সেই ভিডিও ক্লিপ এখন ভাইরাল। হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় মারাঠ গানে গলা মেলালেন সচিন। মেতে উঠলেন সেই গানের অসাধারণ সুরে। হাসতে হাসতে হাত নেড়ে গানের প্রতিটি শব্দ যেন তিনি অনুভব করলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সচিন তাঁর বন্ধুর সঙ্গে পুনে যাচ্ছিলেন। সেই সময় জ্যামে আটকে পড়েন তিনি। গাড়িতে বসে কী করবেন! আচমকা তিনি একটি জনপ্রিয় মারাঠি গানে গলা মেলাতে শুরু করেন। হেমন্ত কুমারের আইকনিক মি ডলকারা দরিয়াছ রাজা গাইলেন সচিন।
সচিন লিখলেন, পুনে যাওয়ার সময় যানজটে আটকে পড়লাম। কী আর করব! এই সুন্দর গানটি শোনার কথা ভাবলাম।” মারাঠি ভাষায় গানটির লিরিকও লিখেছেন সচিন।
অনলাইনে এই ভিডিও শেয়ার করার পরে সেটি ২০ হাজারেরও বেশি ভিউ হয়েছে।
মি ডলকারা দরিয়াচা রাজা গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছিলেন পন্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর।
Stuck in traffic while heading to Pune.
— Sachin Tendulkar (@sachin_rt) April 5, 2022
Thought of listening to this lovely song!
मी डोलकर डोलकर डोलकर दर्याचा राजा…
पुण्याला करतोय ये जा… pic.twitter.com/jyCYKqjoPK
আরও পড়ুন- আইসিসির চেয়ারম্যান কি এবার সৌরভ গঙ্গোপাধ্যায়? টক্কর হতে পারে জয় শাহর সঙ্গে!
এই গানটির বাংলা সংস্করণও জনপ্রিয় হয়েছিল। দে দোল দোল দোল, তোল পাল তোল, চল ভাসি সব কিছু তাইগ্যা- গানটি বাংলার মানুষের হৃদয়ের কাছাকাছি রয়েছে আজও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2022, Mumbai Indians, Sachin Tendulkar